Siliguri: নীল সাদা নয়, থাকুক পুরনো পোশাক! শিলিগুড়িতে পথে নামলেন সরকারি স্কুলের প্রাক্তনীরা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কয়েকমাস আগেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়, রাজ্য সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত সব স্কুলের পোশাকের রং হবে নীল সাদা৷
#শিলিগুড়ি: স্কুলের পোশাকের রং হবে নীল- সাদা৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি নিয়ে রাস্তায় নামলেন শিলিগুড়ির বিভিন্ন সরকারি স্কুলের প্রাক্তনীরা৷ তাঁদের দাবি, স্কুলের চিরাচরিত পোশাকই স্কুলের পরিচয়৷ তা বদলানো চলবে না৷ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তাঁরা৷
কয়েকমাস আগেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়, রাজ্য সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত সব স্কুলের পোশাকের রং হবে নীল সাদা৷ ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে নতুন পোশাক বিতরণ শুরুও হয়ে গিয়েছে৷ কিন্তু সেই সিদ্ধান্তেরই বিরোধিতা করে এবার শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা একজোট হয়ে পথে নামলেন৷ মিছিলে অংশ নেওয়া অনেকের হাতেই ছিল ছোট ছোট প্ল্যাকার্ড৷ তার কোনওটিতে লেখা ছিল, 'আমাদের বিদ্যালয়, আমাদের পোশাক। আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব'৷ আবার কোনও প্ল্যাকার্ডে লেখা, 'ইউনিফর্ম নিরাপত্তার একটি দিক৷' কেউ আবার লিখে এনেছিলেন,'আমার কৈশোরনামা, খয়েরি বেল্ট-সাদা জামা৷'
advertisement
যে স্কুলগুলির প্রাক্তনীরা এ দিনের মিছিলে অংশে নিয়েছিলেন তাদের মধ্যে ছিল শিলিগুড়ি গার্লস হাইস্কুল, তরাই তারাপদ হাই স্কুল, এনজেপি রেলওয়ে কলোনি হাইস্কুল, মার্গারেট হাইস্কুলের মতো শিলিগুড়ির নামী স্কুলগুলি৷
advertisement
শান্তিপূর্ণ এই পদযাত্রায় বিভিন্ন বয়সের মানুষ পা মিলিয়েছিলেন৷ তাঁদের মধ্যে কেউ হয়তো সদ্য স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে পা দিয়েছেন, আবার অনেকেই আছেন যাঁরা এখন নিজেরাই অভিভাবক৷
advertisement
মিছিলে অংশগ্রহণারী সেরকমই একজন বললেন, 'পুরনো পোশাকের পরিবর্তনের জন্য নির্দেশিকা এসেছে৷ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক৷ প্রতিটি স্কুলের পোশাক সেই স্কুলের ঐতিহ্য৷ রাস্তাঘাটে পড়ুয়ারা অনেক বিপদেও পড়ে৷ তখন স্কুলের পোশাক দেখেই ওই ছাত্র বা ছাত্রী কোন স্কুলের পড়ুয়া তা সবাই বুঝতে পারেন৷ সেই স্কুলে খবর দেওয়া সম্ভব হয়৷ সংশ্লিষ্ট সবার কাছে তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানাচ্ছি৷ একজন প্রাক্তনী এবং একজন অভিভাবক হিসেবে একথা বলছি৷'
advertisement
আবার তুলনায় নবীন দেবজিৎ চক্রবর্তী নামে একজন বললেন, 'আমরা কোনও রাজনীতি করার জন্য পথে নামিনি৷ মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, পোশাক পরিবর্তন করবেন না৷ কারণ আমাদের স্কুলের বয়স ৭৫ বছর হয়ে গিয়েছে৷ তাই অনুরোধ করব, এই স্কুলের পোশাক বদল করবেন না৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 18, 2022 3:28 PM IST