Last Rites of Royal Bengal Tiger Raja : শেষ হয়েছে রাজার রাজত্ব, পূর্ণ সম্ভ্রমে পালিত প্রবীণতম রয়্যাল বেঙ্গল টাইগারের শেষকৃত্য

Last Updated:

Last Rites of Royal Bengal Tiger Raja : সুন্দরবনে কুমিরের আক্রমণে গুরুতর আহত ১১ বছর বয়সি রাজাকে ২০০৮ সালে আলিপুর চিড়িয়াখানা হয়ে দক্ষিণ খয়েরবাড়িতে আনা হয় ৷

চিরঘুমের দেশে চলে গেল বিশ্বের প্রবীণতম রয়্যাল বেঙ্গল টাইগার
চিরঘুমের দেশে চলে গেল বিশ্বের প্রবীণতম রয়্যাল বেঙ্গল টাইগার
আলিপুরদুয়ার : রাজত্ব ফেলে রেখে চলে গিয়েছে রাজা ৷ আলিপুরদুয়ারে দক্ষিণ খয়েরবাড়ি বাঘ পুনর্বাসন কেন্দ্রে রবিবার রাত দুটো নাগাদ মৃত্যু হয় এই রয়্যাল বেঙ্গল টাইগারের ৷ গত ১৪ বছর ধরে এটাই ছিল তার ঠিকানা ৷ সেখানেই চিরঘুমের দেশে চলে গেল বিশ্বের প্রবীণতম রয়্যাল বেঙ্গল টাইগার ৷
সুন্দরবনে কুমিরের আক্রমণে গুরুতর আহত ১১ বছর বয়সি রাজাকে ২০০৮ সালে আলিপুর চিড়িয়াখানা হয়ে দক্ষিণ খয়েরবাড়িতে আনা হয় ৷ তার বাঁ দিকের পিছনের পা খুবলে খেয়েছিল সুন্দরবনের কুমির ৷ এই আঘাতের ফলে সে সময় তাকে বাঁচিয়ে রাখাই দুষ্কর হয়ে পড়েছিল ৷ প্রথমে আলিপুর চিড়িয়াখানায় চলেছিল চিকিৎসা ৷ তার পর তাকে আনা হয় জলদাপাড়া জাতীয় উদ্যানের দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে ৷ কিন্তু আবার সে অসুস্থ হয়ে পড়ে ৷ শেষ অবধি পশু চিকিৎসক ও বনকর্মীদের অক্লান্ত চেষ্টায় একটু একটু করে সুস্থ হয়ে ওঠে বনের রাজা ৷
advertisement
এ বার অবশ্য তাঁদের হার মানতে হল ৷ বার্ধক্যজনিত কারণে মৃত্যু হল ২৫ বছর বয়সি এই রয়্যাল বেঙ্গল টাইগারের ৷ তার চলে যাওয়ায় মন ভাল নেই খয়েরবাড়ি বাঘ পুনর্বাসন কেন্দ্রের ৷ নিথর রাজার কাছে এসেছিলেন জলদাপাড়া ও আলিপুরদুয়ারের প্রশাসনিক কর্তারা ৷ পূর্ণ সম্ভ্রমে পালন করা হয় রাজার শেষকৃত্য৷ তার অন্ত্যেষ্টির ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছে রাজ্য সরকারের বন দফতর ৷ সেখানে রাজার স্মৃতিতে উঠে এসেছে পশু চিকিৎসক প্রলয় মণ্ডল এবং ওয়াইল্ডলাইফ গার্ড পার্থসারথি সিনহার কথা ৷ তাঁদের পাশাপাশি রাজাকে সুস্থ করে তোলার ক্ষেত্রে উল্লেখ করা হয় অন্যান্য বনকর্মীর ভূমিকাও ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  কাদাস্রোত এখন প্রায় পাথর, অমরনাথ বিপর্যয়ে নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ
২০০৮-এর ২৩ অগাস্ট থেকে খয়েরবাড়ির বাঘ পুনর্বাসন কেন্দ্রই ছিল রাজার বন্দিদশার আস্তানা ৷ গত বছর সেখানে আয়োজন করা হয়েছিল তার ২৫ তম জন্মদিনও ৷ রাজার ২৫ পূর্ণ করে ২৬-এ পা দেওয়া উপলক্ষে নেওয়া হয়েছিল বাঘ ঘিরে সচেতনতা প্রসারের কাজ ৷ করোনা অতিমারির সব বিধিনিষেধ রক্ষা করে ও রাজার অসুবিধে না করেই আয়োজিত হয় সব উদ্যোগ ৷
advertisement
আরও পড়ুন : জঙ্গল দখলের লড়াই! দার্জিলিংয়ে চিতাবাঘের মর্মান্তিক পরিণতি
সাধারণত বন্দিদশায় রয়্যাল বেঙ্গল টাইগারের গড় আয়ু ২২ বছর ৷ সে কথা উল্লেখ করে বন দফতরের পোস্টে লেখা হয়েছে ‘‘প্রবীণতম জীবিত বাঘেদের তালিকায় নিজের জায়গা করে নেয় রাজা, যেখানে বন্দিদশায় রয়্যাল বেঙ্গল টাইগারের গড় আয়ু আন্দাজ ২২ বছর। আজ সকালে আমাদের সকলকে শোকস্তব্ধ করে চিরবিদায় নিয়েছে রাজা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাননীয় বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজার বেঁচে ওঠার, এবং নিজের বিচরণভূমির বাইরে দীর্ঘকাল বেঁচে থাকার, কাহিনী পশ্চিমবঙ্গ বনবিভাগের সংরক্ষণের ইতিহাসে এক স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’’ বনকর্মীরা ভুলতে পারছেন না রাজাকে৷ তাঁদের আলোচনায় বার বার ফিরে আসছে রাজার নানা আচরণ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Last Rites of Royal Bengal Tiger Raja : শেষ হয়েছে রাজার রাজত্ব, পূর্ণ সম্ভ্রমে পালিত প্রবীণতম রয়্যাল বেঙ্গল টাইগারের শেষকৃত্য
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement