মালদহের সুজাপুরে বিস্ফোরণস্থলে ফরেনসিক বিশেষজ্ঞের দল, জোরকদমে চলছে তদন্ত

Last Updated:

সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের প্রায় ৩৪ ঘণ্টা পর এলাকায় ফরেনসিক বিশেষজ্ঞের দল

#মালদহ: সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের প্রায় ৩৪ ঘণ্টা পর এলাকায় ফরেনসিক বিশেষজ্ঞের দল। রাতেই তদন্ত শুরু করেছেন বিশেষজ্ঞরা। রাত ৯.৩০ নাগাদ কলকাতা থেকে ফরেনসিক বিশেষজ্ঞ দল এসে পৌঁছয় সুজাপুরে। রাতে তদন্তে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য আগাম এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে পুলিশ।
বিস্ফোরণস্থলে যে গর্ত তৈরি হয়েছে, তার  মাপজোক করেন বিশেষজ্ঞ দল। সুজাপুরে একই ধরনের প্লাস্টিক কারখানা রয়েছে এমন কারখানার মালিকদের ডেকে কথাও বলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। প্লাস্টিক কারখানায় যে ধরনের মেশিনে বিস্ফোরণ হয়েছে সেই মেশিন কীভাবে চলে, মেশিনে কী কী যন্ত্রাংশ থাকে, মেশিনে বৈদ্যুতিক সংযোগ কীভাবে করা হয়, মেশিন কত ক্ষমতাসম্পন্ন এমন নানা বিষয়ে জানতে চাওয়া হয় প্লাস্টিক কারখানার মালিকদের কাছ থেকে। এলাকায় ঘুরে ঘুরে বিস্ফোরণ হওয়া মেশিনের অংশবিশেষের নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা।
advertisement
বিস্ফোরণের পর কোথায়, কী অবস্থায় মৃতদের দেহ পড়ে ছিল সে সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তাঁরা। কার্যত জ্বলে যাওয়া কারখানার ছবিও ক্যামেরাবন্দি করা হয়। সুজাপুরের জামিরঘাটা এলাকায় একটি প্লাস্টিক কারখানাতেও যান ফরেনসিক বিশেষজ্ঞরা। সেখানে গিয়ে চালু মেশিন সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা। ফরেনসিক বিশেষজ্ঞ দলের পৌঁছনোর খবর চাউর হতেই বেশ রাতেও এলাকায় ভিড় জমে যায়। আশপাশের প্রচুর উৎসুক মানুষ এলাকায় ভিড় করেন। রাতে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলে তদন্তের কাজ। তবে এখনই বিস্ফোরণ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞ দলের প্রধান চিত্রাক্ষ সরকার। আগামিকাল সকালে ফের এলাকায় তদন্ত চালাবেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
SEBAK DEB SARMA
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মালদহের সুজাপুরে বিস্ফোরণস্থলে ফরেনসিক বিশেষজ্ঞের দল, জোরকদমে চলছে তদন্ত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement