বিনয়, অনীতকে বরণ করতে বিমানবন্দরে মোর্চা সমর্থকদের থিকথিকে ভিড়

Last Updated:

পাহাড় তুমি কার? বিনয় তামাং না বিমল গুরুংয়ের?

"মিশন একমপ্লিশড"! নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পাহাড়ে ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে দলীয় নেতা, কর্মী ও সমর্থকদের ভিড় থেকে এটাই ছিল আজ বিনয় তামাংয়ের প্রতিক্রিয়া। অর্থাৎ বৈঠকে লক্ষ্য পূরণ হয়েছে। পাহাড়ে এখন বিনয় তামাং এবং অনীত থাপাই শেষ কথা। আর তো বোঝানোর জন্য দুই নেতাকে বরণ করতে বিমানবন্দরে হাজার হাজার বিনয়পন্থী মোর্চা সমর্থকদের ভিড়ই যথেষ্ট। যা কিছুটা হলেও কলকাতায় বসে থাকা বিমল গুরুং, রোশন গিরিকে চাপে ফেলবে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
পাহাড় তুমি কার? বিনয় তামাং না বিমল গুরুংয়ের? জোর লড়াই শুরু হয়েছে। তিন বছর আত্মগোপন করে থাকার পর পুজার আগে প্রকাশ্যে আসেন বিমল গুরুং, রোশন গিরিরা। প্রকাশ্যে এসেই গুরুংয়ের সাফ কথা, তৃণমূলের সঙ্গে জোট গড়েই একুশের নির্বাচন লড়বো। মমতা বন্দোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী হিসেবে জিতিয়ে আনাই লক্ষ্য। গতকালও একই সুর শোনা গিয়েছে গুরুংয়ের গলায়। বিজেপিকে যোগ্য জবাব দেওয়া হবে। ওরা পাহাড়ের জন্য কিছুই করেনি। মন্তব্য বিমল গুরুংয়ের। গতকালই বিজেপি যোগ দেওয়া দার্জিলিং পুরসভার কাউন্সিলরকে পাশে বসিয়ে বিমল গুরুং প্রমাণ করে দেন তিনি এখোনো ফুরিয়ে যাননি। তাঁর সঙ্গে ১৭ জন কাউন্সিলর রয়েছেন। তারপরই বিনয় তামাং দাবী করেন, বিজেপি যোগ দেওয়া ১৮ জন কাউন্সিলর তাঁর শিবিরে। প্রসঙ্গত ৩২ আসন বিশিষ্ট পুরসভার ২ জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বাকি ৩০ জনের মধ্যে একজনের আইনি জটিলতা রয়েছে। বাকি রইলো ২৯ জন কাউন্সিলর। অর্থাৎ কাউন্সিলরদের নিজেদের শিবিরে টানা নিয়েও চলছে লড়াই। বিনয়পন্থীদের দাবী, গুরুং পাহাড়ে ফিরলে ফের অশান্তি ছড়াবে। অন্যদিকে বিমলপন্থীদের পালটা দাবী, পাহাড়ে এখোনো গুরুংয়ের যথেষ্ট প্রভাব রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবারে যুযুধান দু'পক্ষকে কিভাবে সামনে আনবেন এটাই বড় প্রশ্ন। তবে সূত্রের খবর, আপাতত বিমল, রোশনদের ঠিকানা হবে ডুয়ার্স। পাহাড়ে বিনয়, অনীত। একুশের নির্বাচনকে সামনে রেখে এভাবেই ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল। কেননা পাহাড়ের তিন আসনের পাশাপাশি ডুয়ার্সেও একাধীক আসন রয়েছে। যেখানে গোর্খা ভোট বড় ফ্যাক্টর। লোকসভা নির্বাচনে তার ফল হাতেনাতে পেয়েছে তৃণমূল। সবমিলিয়ে হিমেল হাওয়ার মাঝেই পাহাড়ে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে।
advertisement
Partha Sarkar
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিনয়, অনীতকে বরণ করতে বিমানবন্দরে মোর্চা সমর্থকদের থিকথিকে ভিড়
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement