LokSabha Election 2024:'হিংসা চাই না, শান্তিতে ভোট দিতে চাই!' ভোটের মুখে গান বাঁধলেন এই বাউলশিল্পী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
LokSabha Election 2024: আসন্ন লোকসভা ভোটে সরকারি সহায়তা, গ্রামের মানুষের মাথা গোঁজার আশ্রয়, কর্মসংস্থান-সহ একাধিক বিষয় নিয়ে গান বেঁধেছেন রায়গঞ্জের কাশিবাটির ওই লোকশিল্পী
পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: শান্তিতে ভোটদানের আবেদন নিয়ে গান বেঁধেছেন রায়গঞ্জের প্রবীণ লোকশিল্পী তরণীমোহন বিশ্বাস। আসন্ন লোকসভা ভোটে সরকারি সহায়তা, গ্রামের মানুষের মাথা গোঁজার আশ্রয়, কর্মসংস্থান-সহ একাধিক বিষয় নিয়ে গান বেঁধেছেন রায়গঞ্জের কাশিবাটির ওই লোকশিল্পী। তাঁর গান ইতিমধ্যে মন কেড়েছে এলাকার নবীন থেকে প্রবীণদের। উত্তর দিনাজপুরের কাশিবাটির ছত্রপুরের বাসিন্দা তরণীমোহন বিশ্বাস ।
তরণীমোহন বলেন, ‘‘এবারের গান সম্পূর্ণভাবে ভোট সচেতনতার গান। ভোটে সন্ত্রাস চাই না, দেশের প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার অধিকার রয়েছে। অধিকারকে খর্ব করার চেষ্টা করে নাগরিকদের অধিকার ও দায়িত্ব মনে করাতে গান বেঁধেছি। এছাড়া রাজ্যে কর্মসংস্থান না থাকাই সাধারণ মানুষ ছুটে যাচ্ছেন অন্য রাজ্যে অন্য দেশে।’’
advertisement
advertisement
গ্রামের মানুষ অভাবে থাকলেও একটা সরকারি ঘর পাচ্ছেন না এসব দেখে মন খারাপ তরণীবাবুর। নিজের শিল্পসত্তাকে শুধু পেশাগত দিকেই নয়, সামাজিক ক্ষেত্রেও প্রসারিত করেছেন তিনি। সমাজ যখন হানাহানির পথে এগোয়, তখন শিল্পীই পারেন মানুষকে সংস্কৃতির মাধ্যমে শান্তির পথ দেখাতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2024 8:55 PM IST