North Bengal Flood: পুজোর আনন্দ ম্লান! ভাসছে গ্রামের পর গ্রাম! যাতায়াতের ভরসা শুধু নৌকা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
North Bengal Flood: বন্যা কবলিত রায়গঞ্জের বিভিন্ন এলাকা। বিভিন্ন এলাকায় বাড়িঘর ও রাস্তাঘাট সব জলে ডুবে যাওয়ায় নৌকা ছাড়া চলাচল করা যাচ্ছে না।
উত্তর দিনাজপুর: পুজোর মধ্যে একদিকে যেমন আনন্দে মেতেছে বাঙালি তেমনি অপরদিকে একটানা বৃষ্টিতে বন্যা প্লাবিত হয়েছে রায়গঞ্জ এর বিভিন্ন এলাকা। যোগাযোগের একমাত্র ভরসানৌকো। বেশ কিছুদিনের একটানা বৃষ্টির জেরে নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে। বন্য কবলিত হয়ে উঠেছে বিভিন্ন এলাকা। বাড়িঘর ও রাস্তাঘাট সব জলে ডুবে যাওয়ায় নৌকা ছাড়া চলাচল করা যাচ্ছে না। এতে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে রায়গঞ্জের বেশ কিছু গ্রাম।
রায়গঞ্জ ব্লকের ৯ নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের খিড়াবাড়ি , দুব্দুয়ার , অনন্তপুর , জুগিয়ামোড়, গোয়ালদো এইসব এলাকা বন্যায় প্লাবিত এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এক টানা বৃষ্টির জেরে নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে , যার জেরে বিভিন্ন ব্যারাজ থেকে ছাড়া হচ্ছে জল। সেইরকমই কোশি ব্যারাজে জল ছাড়ার কারণে দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি।
advertisement
আরও পড়ুন: ২৬৯ দিন পায়ে হেঁটে চারধাম ভ্রমণ! বাড়ি ফিরতেই যা হল যুবকের সঙ্গে…
বন্যা পরিস্থিতির কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এখন এইসব বন্যা কবলিত এলাকার যোগাযোগের একমাত্র সম্বল নৌকা। স্থানীয়রা জানাচ্ছেন কোশি ব্যারাজে জল ছাড়ার কারণেই এই প্লাবন। সূত্রের খবর,কোশি নদীর উপর বীরপুর ব্যারাজ থেকে ছাড়া হয়েছে জল, আর তাতেই ভাসছে পার্শ্ববর্তী বিহার সহ উত্তর দিনাজপুরের বেশ কিছু গ্রাম।
advertisement
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2024 1:43 PM IST