Jalpaiguri News: জলপাইগুড়িতে জাপানি এনকেফেলাইটিস আতঙ্ক! আক্রান্ত  পাঁচজন

Last Updated:

ডেঙ্গুর পর এনকেফেলাইটিসের সতর্কতা! নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠা জীবাণুর ভয়ে আতঙ্কিত জলপাইগুড়িবাসী। সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। তারপরেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্যদফতর। 

 আক্রান্ত ৫
 আক্রান্ত ৫
সুরজিৎ দে, জলপাইগুড়ি: ডেঙ্গুর পর এনকেফেলাইটিসের সতর্কতা!  নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠা জীবাণুর ভয়ে আতঙ্কিত জলপাইগুড়িবাসী। সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। তারপরেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্যদফতর। সূত্রের খবর, এখনও পর্যন্ত পাঁচজন এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম উষা রায়, বয়স ৫২। তিনি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ৭ জুলাই জ্বরে আক্রান্ত হন তিনি। এরপর দ্রুত অবস্থার অবনতি ঘটে। মৃত্যুর পর তাঁর দেহে এনকেফেলাইটিসের জীবাণুর সম্ভাবনা থাকায়, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে স্বাস্থ্য দফতর। আক্রান্তদের মধ্যে অন্যতম বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকার রূপলাল হাজরা।
advertisement
advertisement
বর্তমানে তিনি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের আইসিইউ-তে চিকিৎসাধীন। পাশাপাশি মালবাজার ও রাজগঞ্জ ব্লকেও এই রোগে আক্রান্তের খোঁজ মিলেছে।জেলা স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই এলাকায় কড়া নজরদারি শুরু করেছে। পরিস্থিতি আঁচ করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিক ডঃ অসীম হালদার বলেন,“এনকেফেলাইটিস কিউলেক্স প্রজাতির মশার মাধ্যমে ছড়ায়। তাই মানুষকে মশারি ব্যবহার, চারপাশ পরিষ্কার রাখা এবং শুকরের খামারের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।” বর্ষার মরশুমে যেখানে জল জমা, নোংরা পরিবেশে মশার উপদ্রব বেড়ে যায়, সেখান থেকেই ছড়াতে পারে এনকেফেলাইটিসের জীবাণু।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: জলপাইগুড়িতে জাপানি এনকেফেলাইটিস আতঙ্ক! আক্রান্ত  পাঁচজন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement