Home /News /north-bengal /
West Bengal News: বাড়ির উঠোনে ৬ গবাদি পশুর জ্বলন্ত দেহ, পুড়ছে বাড়ি! হাড়হিম ঘটনা চোপড়ায়

West Bengal News: বাড়ির উঠোনে ৬ গবাদি পশুর জ্বলন্ত দেহ, পুড়ছে বাড়ি! হাড়হিম ঘটনা চোপড়ায়

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

West Bengal News: বাড়ির মালিক তরিফুল ইসলামের অভিযোগ, কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ।

 • Share this:

  #চোপড়া: সোমবার রাতে চোপড়া থানার চেতনা গছ এলাকায় এক ব্যক্তির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। আগুনে ঝলসে ছয়টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। এবং একটি বাইক ও দুটি সাইকেল সহ বাড়িতে মজুদ থাকা খাদ্য সামগ্রী নষ্ট হয়েছে। প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

  বাড়ির মালিক তরিফুল ইসলামের অভিযোগ, কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ। তিনি বলেন, সোমবার রাত প্রায় সাড়ে ১১ টা নাগাদ আগুন লাগে। তখন তারা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। স্থানীয় বাসিন্দা তাদেরকে ঘুম থেকে উঠিয়ে দেন। তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে দেখেন একটি গরুর ঘর ও রান্না ঘরে আগুন জ্বলছে। তবে তার অভিযোগ কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে। এবং যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তুলেছেন তিনি।

  আরও পড়ুন: সল্টলেক থেকে চুরি হয়েছিল লাল রঙের হোন্ডা সিটি, সামনে এল ভয়ঙ্কর তথ্য!

  স্থানীয় সোমবার রাতে চোপড়া থানার চেতনা গছ এলাকার বাসিন্দা তরিফুল ইসলামের বাড়িতে আগুন লাগে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যেই দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় আগুনে ঝলসে ছয়টি গবাদি পশুর মৃত্যু হয়েছে।

  আরও পড়ুন: ট্রাকের ভিতরে উদ্ধার ৪৬টি মৃতদেহ! মানব পাচারের সময় আমেরিকায় মর্মান্তিক পরিণতি

  এছাড়াও একটি বাইক ও ঘরে মজুদ থাকা খাদ্য সামগ্রী নষ্ট হয়েছে। তবে যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।

  Published by:Suman Biswas
  First published:

  Tags: Bangla News, West Bengal news

  পরবর্তী খবর