ফিল্ম ট্যুরিজমে বড়সড় ধাক্কা উত্তরবঙ্গে ! বাতিল হচ্ছে একের পর এক সিনেমা, ওয়েব সিরিজের শ্যুটিং
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
পাহাড়-জঙ্গল-নদী ঘেরা ডুয়ার্স। তার নৈসর্গিক সৌন্দর্য্য হাতছানি দেয় সকলকে। গত কয়েক বছরে রাজ্যের একাধিক প্রচেষ্টায় ডুয়ার্সে ধীরে ধীরে বাড়ছিল ফিল্ম ট্যুরিজম। বন্যা বিপর্যয়ে ধাক্কা তাতে।
আবীর ঘোষাল, কলকাতা: পাহাড়-জঙ্গল-নদী ঘেরা ডুয়ার্স। তার নৈসর্গিক সৌন্দর্য্য হাতছানি দেয় সকলকে। গত কয়েক বছরে রাজ্যের একাধিক প্রচেষ্টায় ডুয়ার্সে ধীরে ধীরে বাড়ছিল ফিল্ম ট্যুরিজম। বন্যা বিপর্যয়ে ধাক্কা তাতে।
‘খাদ’, ‘ল্যাপটপ’, ‘শব্দ’, প্রধান গত কয়েক বছরে একের পর এক বাংলা সিনেমার শুটিং হয়েছে ডুয়ার্সে। গরুমারা থেকে গরুবাথান। লাভা থেকে ঝালং, বিন্দু। চাপরামারি থেকে জলদাপাড়া বহু ওয়েব সিরিজের শ্যুটিং হয়েছে। বাদ নেই ভারতীয় সিনেমার দিকপালদের আসা যাওয়া ৷ রজনীকান্ত থেকে করিনা কাপুর গত কয়েক বছরে শ্যুটিং করে গিয়েছেন ৷ ‘পাতাললোক’ থেকে ‘জানে জান’ ছবির শ্যুটিং করে গেছেন করিনা, জয়দীপ অহলাওয়াতের মতো তারকারা ৷ বৃষ্টি, ধসের ধাক্কায় সেই সব স্পট ক্ষতিগ্রস্ত। আর তার জেরেই পিছিয়ে যাচ্ছে একের পর এক সিনেমা-ওয়েব সিরিজের শ্যুটিং ৷
advertisement
advertisement
উত্তরবঙ্গের অন্যতম লাইন প্রোডিউসার চৈতালি বন্দোপাধ্যায় জানাচ্ছেন অনেক শ্যুটিং বাতিল হচ্ছে। চৈতালি বন্দোপাধ্যায়, লাইন প্রোডিউসার বহু সিনেমা, ওয়েব সিরিজের। তিনি বলছেন, শরমন যোশী আপাতত এই দুর্যোগে এখানে আসবেন না বলে জানিয়েছেন। যশরাজ ফিল্মস তাদের একটা শ্যুটিং বাতিল করেছে। নিরমা ও ভেসলিন তাদের শ্যুটিং দার্জিলিং ও ডুয়ার্সে বাতিল করেছে। সমস্ত ধরণের প্রস্তুতি নেওয়া ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে যা পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরে এই ফিল্ম ট্যুরিজম ব্যাহত হয়েছে ৷ বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
advertisement
সিনেমার শুটিংয়ের সাথে যুক্ত থাকে স্থানীয়রা। স্থানীয় অর্থনীতির একটা প্রভাব পড়ে এর উপরে। রিসর্ট বা হোটেল বুকিং হয়। এছাড়া কাজের প্রয়োজনে একাধিক গাড়ি ভাড়া করা হয় ৷ সেগুলিও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
advertisement
আজাদ, গরুমারা জঙ্গল ক্যাম্প রিসর্ট এর ম্যানেজার বলছেন, আমাদের রিসর্টে একের পর এক বুকিং বাতিল হচ্ছে। এক কোমর জল উঠে এসেছিল। ফলে আপাতত কেউ আসতে চাইছেন না। চৈতালি বন্দোপাধ্যায়, লাইন প্রোডিউসার বলছেন, আমাদের কাজের সঙ্গে স্থানীয় অর্থনীতি যুক্ত। তা বিপুল ধাক্কা খেল। মনোহর ঠাকুর, গাড়ির চালক, সে বলছে, আমাদের একের পর এক বুকিং বাতিল হচ্ছে। বিভিন্ন রাস্তা বন্ধ৷ নানা দিক ঘুরে গাড়ি চলছে। তাতে সমস্যা আরও বাড়ছে। সিনেমার জন্য যে সব গাড়ি বুকিং হয়েছিল তা বাতিল হয়ে গেল।
advertisement
ফিল্ম ট্যুরিজম একটা বড় অংশের মানুষকে আর্থিক ভাবে স্বচ্ছল করে। সেই প্রক্রিয়ায় সাময়িক বাধা তৈরি হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling,West Bengal
First Published :
October 13, 2025 10:53 AM IST