ফুটফুটে হয়ে উঠবে মুখ...! রোজ রাতে ঘুমোনোর আগে দু'আঙুলে লাগিয়ে মাখুন এই প্রাকৃতিক 'জিনিস', সকালেই দেখুন তফাৎ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Beauty Tips: কথায় বলে 'প্যাহলে দর্শনধারী, ফির গুণবিচারী'। আসলে একথা অস্বীকার করা যায় না যে প্রতিটি মানুষ সামনে এলে তাঁর প্রথম দর্শন বেশ অনেকটাই প্রভাব ফেলে তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা করতে। কিন্তু এই 'দর্শন' নিয়েই হয় মুশকিল। প্রতিদিনের ধুলো, দূষণ সামলাতে গিয়ে বারোটা বাজে আপনার চাঁদ মুখে। আর তখনই আপনিও হয়তো ছোটেন পার্লারে।
কথায় বলে 'প্যাহলে দর্শনধারী, ফির গুণবিচারী'। আসলে একথা অস্বীকার করা যায় না যে প্রতিটি মানুষ সামনে এলে তাঁর প্রথম দর্শন বেশ অনেকটাই প্রভাব ফেলে তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা করতে। কিন্তু এই 'দর্শন' নিয়েই হয় মুশকিল। প্রতিদিনের ধুলো, দূষণ সামলাতে গিয়ে বারোটা বাজে আপনার চাঁদ মুখে। আর তখনই আপনিও হয়তো ছোটেন পার্লারে।
advertisement
advertisement
advertisement
এই প্রসঙ্গে জীবন সুস্থতা বিশেষজ্ঞ এবং মুখের যোগব্যায়াম বিশেষজ্ঞ বিভূতি অরোরা সম্প্রতি বলেন তিনি রান্নাঘরের একটি সাধারণ উপাদান রয়েছে যা ত্বককে উজ্জ্বল করে তুলতে পারে ম্যাজিকের মতো। 'রান্নাঘরে প্রতিদিন খাওয়া একটি উপাদান যা ত্বককে উজ্জ্বল করতে পারে' সম্পর্কে প্রশ্নের উত্তরে অরোরা বলেন, "ঘি। এটি খাও, লাগাও, মুখে লাগাও, এমনকি চুলেও। আই লাভ ঘি।"
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করে: আমরা প্রায়শই শুনতে পাই যে বিয়ের ঠিক হলে তরুণীদের তাদের খাদ্যতালিকায় ঘি অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়। এর প্রধান কারণ হল ঘি স্বাভাবিকভাবেই রক্ত সঞ্চালন এবং ত্বকের রঙ বৃদ্ধি করে। এটি আপনার প্রাকৃতিক রঙও উন্নত করে এবং আপনার ত্বককে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা দেয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
