Filled Wetland Reclamation: দখল করা জলাভূমিও উদ্ধার করবে জেলা প্রশাসন! মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শুরু অভিযান

Last Updated:

Filled Wetland Reclamation: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আলিপুরদুয়ার শহরে শুরু হয়েছে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ। এই অভিযান চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি অবৈধ উপায়ে ভরাট করা জলাভূমিও উদ্ধার করা হবে

+
জলাভূমি

জলাভূমি

আলিপুরদুয়ার: শহরে জল জমার সমস্যার জন্য দায়ী অবৈধ পথে জলাভূমি ভরাট করে ফেলা। ফলে আলিপুরদুয়ার শহরের জল নিকাশি ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। এই সমস্যা দীর্ঘদিনের। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর এবার নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আলিপুরদুয়ার শহরে শুরু হয়েছে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ। এই অভিযান চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি অবৈধ উপায়ে ভরাট করা জলাভূমিও উদ্ধার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, মুখমন্ত্রীর নির্দেশে অবৈধ উপায়ে যারা জলাজমি ভরাট করছে তাদেরকে খুঁজে বের করা হবে। কিন্তু তার আগে জমিগুলি উদ্ধারের কাজ শুরু করা হবে। আলিপুরদুয়ার শহরে সাতটি ঝিল রয়েছে।এই ঝিলের আশেপাশের এলাকার সৌন্দর্যায়ন করার উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ার পুরসভা।
advertisement
advertisement
এই বিষয়ে উল্লেখ্য বিভিন্ন সময় অভিযোগ আসে আলিপুরদুয়ার পুরসভার জলাশয়গুলো দখল করে অবৈধ নির্মাণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার জেলা প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে কোমড় বেঁধে ময়দানে নেমেছে পুর কর্তৃপক্ষ। তারা ভরাট হয়ে যাওয়া জলাভূমি ফেরত নেওয়ার পাশাপাশি সরকারি জমি জবরদখল মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আগামী দিনে শহরের নিকাশি ব্যবস্থার সমস্যা অনেকটাই মিটতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Filled Wetland Reclamation: দখল করা জলাভূমিও উদ্ধার করবে জেলা প্রশাসন! মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শুরু অভিযান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement