Filled Wetland Reclamation: দখল করা জলাভূমিও উদ্ধার করবে জেলা প্রশাসন! মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শুরু অভিযান
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Filled Wetland Reclamation: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আলিপুরদুয়ার শহরে শুরু হয়েছে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ। এই অভিযান চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি অবৈধ উপায়ে ভরাট করা জলাভূমিও উদ্ধার করা হবে
আলিপুরদুয়ার: শহরে জল জমার সমস্যার জন্য দায়ী অবৈধ পথে জলাভূমি ভরাট করে ফেলা। ফলে আলিপুরদুয়ার শহরের জল নিকাশি ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। এই সমস্যা দীর্ঘদিনের। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর এবার নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আলিপুরদুয়ার শহরে শুরু হয়েছে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ। এই অভিযান চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি অবৈধ উপায়ে ভরাট করা জলাভূমিও উদ্ধার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, মুখমন্ত্রীর নির্দেশে অবৈধ উপায়ে যারা জলাজমি ভরাট করছে তাদেরকে খুঁজে বের করা হবে। কিন্তু তার আগে জমিগুলি উদ্ধারের কাজ শুরু করা হবে। আলিপুরদুয়ার শহরে সাতটি ঝিল রয়েছে।এই ঝিলের আশেপাশের এলাকার সৌন্দর্যায়ন করার উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ার পুরসভা।
advertisement
advertisement
এই বিষয়ে উল্লেখ্য বিভিন্ন সময় অভিযোগ আসে আলিপুরদুয়ার পুরসভার জলাশয়গুলো দখল করে অবৈধ নির্মাণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার জেলা প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে কোমড় বেঁধে ময়দানে নেমেছে পুর কর্তৃপক্ষ। তারা ভরাট হয়ে যাওয়া জলাভূমি ফেরত নেওয়ার পাশাপাশি সরকারি জমি জবরদখল মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আগামী দিনে শহরের নিকাশি ব্যবস্থার সমস্যা অনেকটাই মিটতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2024 2:55 PM IST