লাভের আশায় বাদাম চাষ করে ক্ষতির মুখে তিস্তা পাড়ের কৃষকরা

Last Updated:

লাভের আশায় বাদাম চাষ করে ফাঁপরে তিস্তা পাড়ের কৃষকরা। আবহাওয়ার খামখেয়ালিপনায় ক্ষতির মুখে বাদাম। ফলে এবার আর্থিক ক্ষতি স্বীকার করে অনেক কম দামেই বাদাম বেচতে হবে।

#জলপাইগুড়ি: লাভের আশায় বাদাম চাষ করে ফাঁপরে তিস্তা পাড়ের কৃষকরা। আবহাওয়ার খামখেয়ালিপনায় ক্ষতির মুখে বাদাম। ফলে এবার আর্থিক ক্ষতি স্বীকার করে অনেক কম দামেই বাদাম বেচতে হবে।
আলু চাষ করে দু'পয়সা ঘরে তুলেছিলেন জলপাইগুড়ির তিস্তা পাড়ের কৃষকরা। ভেবেছিলেন বর্ষার আগে বাদাম চাষ করে উপার্জন আরও খানিকটা বাড়িয়ে নেবেন। ভাবনা মতোই এলাকার কয়েক ঘর কৃষক বাদাম চাষ শুরু করেন। কিন্তু বিধি বাম। কৃষকদের আশায় জল ঢেলেছে প্রকৃতি। ফসল তোলার মুখে জমিতে ঢুকে পড়েছে ব্যারাজের জল। জলমগ্ন জমিতে পচন ধরেছে বাদাম গাছে। এতেই শেষ নয়। জমি থেকে সামান্য পরিমাণ বাদাম তুলে এনেও রেহাই নেই। গোদের ওপর বিষফোঁড়ার মতো, রোদ-বৃষ্টির লুকোচুরিতে শুকোচ্ছে না বাদাম। মাথায় হাত কৃষকদের।
advertisement
গত বছর পাইকারি বাজারে কেজি প্রতি ৪৫ টাকা দরে বাদাম বিক্রি হয়েছিল। এবার তা কমে হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা হওয়ার আশঙ্কা। ফলে লাভ তো দূরের কথা, খরচ উঠলেই হাঁফ ছেড়ে বাঁচবেন তিস্তা পাড়ের কৃষকরা।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
লাভের আশায় বাদাম চাষ করে ক্ষতির মুখে তিস্তা পাড়ের কৃষকরা
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement