Farmers Crisis: বিএসএফ কালভার্ট বন্ধ রাখায় বাংলাদেশ সীমান্তে মারাত্মক ক্ষতি চাষিদের!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Farmers Crisis: গত কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টিপাতের কারনে আনুমানিক দুই হাজার একর ধান জমি জলে ডুবে গিয়েছে। ফলে মাথায় হাত রাধিকাপুরের ধান চাষিদের
উত্তর দিনাজপুর: লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের বহু এলাকা। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের গোটগাও, উদগ্রাম, রাধিকাপুর এলাকার কয়েকশো বিঘা জমি জলমগ্ন হয়ে পড়েছে। ফলে চরম সমস্যায় পড়েছেন সীমান্তবর্তী এলাকার কৃষকরা।
এই এলাকায় গত কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টিপাতের কারনে আনুমানিক দুই হাজার একর ধান জমি জলে ডুবে গিয়েছে। ফলে মাথায় হাত রাধিকাপুরের ধান চাষিদের। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গোটগাও-এর ধান চাষি মোজাফফর হোসেন বলেন, ধানি জমি বৃষ্টির জলে গত সাতদিন ধরে ডুবে থাকায় চাষাবাদ করতে পারছেন না। তাদের অভিযোগ, পাশে বিএসএফ-এর কাঁটাতারের বেড়া ঘেঁষে যেখান দিয়ে জল পাস হয় সেই জল যাওয়ার জায়গা বিএসএফ জওয়ানরা বন্ধ করে রেখেছেন।
advertisement
আরও পড়ুন: পাচারের আগেই উদ্ধার বহুমূল্যের কাঠ
advertisement
এই পরিস্থিতিতে এখানকার চাষিদের জমির জল কোনও দিক দিয়েই বের হতে পারছে না। জল বের না হওয়ার কারণে তাঁদের জমিতে ধানের রোঁয়া লাগাতেও পারছেন না। ফলে জমিতে ধান লাগানোর ক্ষেত্রে তাঁরা পিছিয়ে পড়ছেন। টাঙ্গন নদীর জল যেভাবে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে তাতে যেকোনও সময় দুকূল ছাপিয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়তে পারে। আর তাহলে চাষিরা ভিটেমাটি হারা হবেন বলেও আশঙ্কা।
advertisement
এই ব্যাপারে উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য বলেন, জমিতে দীর্ঘদিন ধরে জল জমে থাকায় সমস্যা পড়ছেন এলাকার কৃষকরা।রাধিকাপুরে বিএসএফ জওয়ানরা রাস্তার পাশ দিয়ে যাওয়া কালভার্টগুলি বন্ধ করে রাখায় চাষের জমিতে জমা জল বের হতে পারছে না। এই বিষয়ে জেলা প্রশাসন আলোচনার ভিত্তিতে জরুরি সমাধান সূত্র বের করবেন বলে তিনি আশ্বাস দেন।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2024 6:46 PM IST