Money Making Tips: লাফিয়ে লাফিয়ে বাড়বে লাভের অঙ্ক! নামমাত্র জমিতেও এই পদ্ধতিতে করলে আপনিও হয়ে উঠবেন 'রাজা'
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Money Making Tips: জৈব পদ্ধতির মাধ্যমে স্বল্প জমিতেও মিশ্র চাষ খুব সহজেই করা সম্ভব। কৃষকেরা এইভাবে চাষ করার মাধ্যমে সহজেই নিজেদের লাভের পরিমাণ বাড়িয়ে তুলতে পারবেন।
তুফানগঞ্জ: বর্তমান সময়ে বেশিরভাগ কৃষক চাষাবাদে লাভের পরিমাণ বাড়িয়ে তোলার চেষ্টা করছেন। এক্ষেত্রে একটি কার্যকরী পদ্ধতি হতে পারে মিশ্র চাষ। স্বল্প পরিমাণ জমিতে মিশ্র চাষ করার মাধ্যমে যেকোন কৃষক অধিক পরিমাণ লাভ পেতে পারবেন। এইভাবে মিশ্র চাষ করার মাধ্যমে কৃষকের লাভ যেমনই বেড়ে থাকে, তেমনই কৃষকের চাষাবাদে ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে অনেকটাই। জৈব পদ্ধতির মাধ্যমে স্বল্প জমিতেও মিশ্র চাষ খুব সহজেই করা সম্ভব। কৃষকেরা এইভাবে চাষ করার মাধ্যমে সহজেই নিজেদের লাভের পরিমাণ বাড়িয়ে তুলতে পারবেন।
তুফানগঞ্জ মহকুমা এলাকার কৃষক নিলয় কৃষ্ণ পাল জানান, তিনি স্বল্প জমির মধ্যে জৈব পদ্ধতিতে মিশ্র চাষ করেছেন। বছরের এই মরসুমে বর্ষার বেগুন, জাংলী (মাচার) পটল এবং টমেটো চাষ করেছেন তিনি। একটি জমিতে একটি ফসল করলে লাভ কম হয়। এক্ষেত্রে প্রতিটি ফসল থেকে আলাদাভাবে আয় আসবে। একটি জমিতে সার ব্যবহারের মাধ্যমে তিনটি ফসলের আয় তিনি পাবেন। এছাড়া কোন ফসলের বাজার দর কম হলে, অন্য ফসল থেকে সেই ক্ষতি পূরণ করা সম্ভব। তাই এই মিশ্র পদ্ধতিতে চাষাবাদ কৃষকের জন্য অনেকটাই লাভজনক পদ্ধতি।
advertisement
advertisement
কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী শংকর সাহা জানান, বর্তমান সময়ে কৃষকদের জমির সঠিক ব্যবহার সম্পর্কে প্রতিনিয়ত জানানো হয়। যাতে কৃষক স্বল্প জমির মাধ্যমেই অধিক পরিমাণ লাভ পেতে পারেন। এক্ষেত্রে মিশ্র চাষ একটি অত্যন্ত উপযোগী চাষাবাদ পদ্ধতি। এই পদ্ধতিতে একটি জমিতে দুটি বা তার বেশি ফসল চাষ করা সম্ভব। এক্ষেত্রে একটি ফসল অন্য ফসলের ক্ষতিপূরণ করতে পারে। এছাড়াও সার ও কীটনাশক অনেকটাই কম ব্যবহার হয় কৃষকের। যদিও প্রাথমিকভাবে কৃষকের কিছুটা খরচ হয়। তবে কৃষকের লাভের মাত্রা থাকে অনেকটাই বেশি এই পদ্ধতিতে চাষ করলে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান সময়ে জেলার বহু কৃষক এই পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করছেন। আর সেই সমস্ত কৃষকেরা লাভ পাচ্ছেন অনেকটাই বেশি। কৃষকদের উচিত স্বল্প জমিতে এই পদ্ধতিতে চাষাবাদ করা। তাহলে কৃষকের একটি জমি থেকেই দুটি বা তার চেয়ে বেশি ফসলের লাভ পাওয়া সম্ভব হবে। তাহলে কৃষক খুব সহজেই বেশি চাষাবাদ করতে সক্ষম হবেন।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 30, 2025 6:49 PM IST
