Toto : গভীর রাত থেকে ভোর পর্যন্ত মিলবে টোটো ও অটো! ফালাকাটা পুলিশের উদ্যোগে 'বিপদের বন্ধু' পরিষেবা, খুশি স্থানীয়রা

Last Updated:

ফালাকাটা পুলিশের উদ্যোগে ফালাকাটায় গভীর রাত থেকে ভোর পর্যন্ত বিশেষ টোটো, অটো পরিষেবা চালু হল।এই পরিষেবার নাম দেওয়া হয়েছে বিপদের বন্ধু।একটি টোটো ও চারটি অটো দেওয়া হয়েছে।

+
টোটো

টোটো চালকদের নিয়ে পুলিশ 

ফালাকাটা, আলিপুরদুয়ার, অনন‍্যা দে : পুলিশের উদ্যোগে ফালাকাটায় গভীর রাত থেকে ভোর পর্যন্ত বিশেষ টোটো, অটো পরিষেবা চালু হল।এই পরিষেবার নাম দেওয়া হয়েছে বিপদের বন্ধু।
একটি টোটো ও চারটি অটো দেওয়া হয়েছে। এই টোটো এবং অটোগুলি রাত দশটা থেকে ভোর চারটা পর্যন্ত ফালাকাটা পুরসভার এলাকাগুলিসহ রাইচেঙ্গা, শিসারগোর, বংশীধরপুর, কাদম্বনি চা বাগান,তিন মাইল, ৫ মাইল, ডালিমপুর অবদি চলাচল করবে। পুলিশের এই উদ্যোগকে ফালাকাটাবাসীরা বলছে দুয়ারে টোটো অটো পরিষেবা।
ফালাকাটা থানার এক পুলিশ আধিকারিক দিলিপ কুমার সরকারের এই পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা। বিশেষ করে রোগী এবং তার পরিবারকে সাহায্য প্রদান করবে বলে জানা যায়। রোগীদের জন্য গভীর রাত থেকে সকাল পর্যন্ত বিনামূল্যে এই পরিষেবা মিলবে বলে জানা যায়।ফালাকাটার বিভিন্ন এলাকায় এই টোটো ও অটো চালকদের নাম ও ফোন নম্বর দেওয়া হয়েছে। যাতে রাতে বিপদে পড়লে তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়।
advertisement
advertisement
আরও পড়ুন- জঙ্গল থেকে হঠাৎ ‘দৈত্যের’ মতো বেরিয়ে এল বুনো হাতি, আক্রান্ত রিক্সাচালক
আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার আধিকারিক দিলীপবাবু বিভিন্ন সময় সমাজসেবায় বিভিন্ন কাজ করে থাকেন। এই উদ্যোগে খুশি গোটা ফালাকাটাবাসী ও জেলাবাসী। পুলিশ আধিকারিক দিলীপ কুমার সরকার জানিয়েছেন, “এই পরিষেবা রোগীদের কথা বিশেষ করে ভেবে চালু করা। অনেক সময় এলাকাগুলিতে অ্যাম্বুলেন্স পৌঁছাতে না পারলে পৌঁছে যাবে টোটো অটো। হাসপাতাল পর্যন্ত রোগীদের নিয়ে আসবে টোটো অটো চালকেরা। এর ফলে তিনি দ্রুত চিকিৎসা পাবেন। পাশাপাশি যেসব মহিলারা কাজ করেন এবং রাত করে বাড়ি ফেরেন তাদের জন্য উপকারী হবে এই পরিষেবা।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Toto : গভীর রাত থেকে ভোর পর্যন্ত মিলবে টোটো ও অটো! ফালাকাটা পুলিশের উদ্যোগে 'বিপদের বন্ধু' পরিষেবা, খুশি স্থানীয়রা
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement