Jalpaiguri News: জঙ্গল থেকে হঠাৎ 'দৈত্যের' মতো বেরিয়ে এল বুনো হাতি, আক্রান্ত রিক্সাচালক! কাজে বেরিয়ে বিপত্তি
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Jalpaiguri News: জাতীয় সড়কে বুনো হাতির সামনে পড়ে হাতির আক্রমণে আহত এক রিক্সাচালক। কাজে বেরিয়ে বিপত্তি।
মাটিয়ালি, জলপাইগুড়ি, রকি চৌধূরী: জাতীয় সড়কে বুনো হাতির সামনে পড়ে হাতির আক্রমণে আহত এক রিক্সা চালক। নাম সামিউল ইসলাম। পথ চলতি মানুষজন তাঁকে উদ্ধার করে নিয়ে যায় চালসার মঙ্গলবারি গ্রামীণ হাসপাতালে। চালসা -বাতাবারি মুখী জাতীয় সড়কের খরিয়ার বন্দর জঙ্গলের টিয়াবন সংলগ্ন এলাকার ঘটনা।
জানা যায়, প্রতিদিনের মতো এদিনও সামিউল জলপাইগুড়ি জেলা পরিষদের দেওয়া ই-রিক্সা নিয়ে বিভিন্ন বেসরকারি রিসর্টে প্লাস্টিক সংগ্রহের কাজে যাচ্ছিলেন। খরিয়ার বন্দর জঙ্গলের জাতীয় সড়কের পাশে একটি ঝোপের মধ্যে আশ্রয় নিয়ে ছিল বুনো হাতি। হাতিটি হঠাৎ ওই ঝোপ থেকে বেরিয়ে জাতীয় সড়কে ই-রিক্সার সামনে চলে আসে।
আরও পড়ুন : চোখের পলকে রাস্তায় মিলিয়ে যাচ্ছে যুবক! কাঁধে জাতীয় পতাকা, স্কেটিং করে ভারত চষে ফেলার টার্গেট
হাতিটি চালক সামিউল ইসলামকে শুড় দিয়ে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। পরবর্তীতে সামিউল উঠে ই-রিক্সার পিছনে লুকিয়ে পড়েন। কিছুক্ষণ পর হাতিটি ফের জঙ্গলে চলে যায়। পথ চলতি জনগণ সামিউলকে আহত অবস্থায় নিয়ে যায় চালসার মঙ্গলবারি গ্রামীণ হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় খুনিয়া স্কোয়াডের বন কর্মীরা।
advertisement
advertisement
আরও পড়ুন : স্কুল পড়ুয়াদের ‘মাস্টারমুভ’, নিখুঁত চাল দেখে থ আয়োজকরা! আদ্রায় দাবার আসরে কিস্তিমাত খুদে প্রতিযোগীদের
হাতিটির ওপরে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে। যদিও এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পড়েছে এলাকায়। সাম্প্রতিক অতীতে উত্তরবঙ্গে হাতির হানায় একাধিক মৃতু্যর ঘটনা সামনে এসেছে। ফলে উদ্বেগে রয়েছেন বহু মানুষ। তারমধ্যে রিক্সা চালকের ওপর এহেন আক্রমণে ভয় আরও বেড়ে গিয়েছে। সকলেই চাইছেন বন দফতরের নজরদারি আরও বাড়ানো হোক। না হলে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
December 01, 2025 3:13 PM IST

