Fake Police: 'পুলিশ' এসে গাড়িতে কী রেখে গেল...! ১০ লক্ষ টাকার ফ্যাঁসাদে ব্যক্তি... সাংঘাতিক!

Last Updated:

Fake Police: বুধবার সন্ধ্যায় এম জি রোডে গাড়ি দাঁড় করিয়ে রেখে বাজারে যান ব্যক্তি। সেই সুযোগে ৪ ব্যক্তি গাড়ির লক খুলে ভিতরে তিন কার্টুন নিষিদ্ধ কফ সিরাপ রেখে দূর থেকে নজরদারি করতে থাকে।

 'পুলিশ' এসে গাড়িতে কী রেখে গেল...! ১০ লক্ষ টাকার ফ্যাঁসাদে ব্যক্তি... সাংঘাতিক!
'পুলিশ' এসে গাড়িতে কী রেখে গেল...! ১০ লক্ষ টাকার ফ্যাঁসাদে ব্যক্তি... সাংঘাতিক!
আলিপুরদুয়ার: ভুয়ো পুলিশ সেজে ভারতে বাজার করতে আসা ভুটানি নাগরিককে অপহরণ করে মুক্তিপন আদায়ের চেষ্টা! ঘটনায় গ্রেফতার ১। ভারত-ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁওতে কেনাকাটা করতে সোনাম ছুপেল নামের সেই ব্যক্তি। বুধবার সন্ধ্যায় এম জি রোডে গাড়ি দাঁড় করিয়ে রেখে বাজারে যান তিনি। সেই সুযোগে ৪ ব্যক্তি গাড়ির লক খুলে ভিতরে তিন কার্টুন নিষিদ্ধ কফ সিরাপ রেখে দূর থেকে নজরদারি করতে থাকে।
এর পর ওই ভুটানি ব্যাবসায়ী কাজ সেরে গাড়িতে ফিরে আসলে, তারা সেখানে উপস্থিত হয়ে নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে গাড়ি তল্লাশি করে। তল্লাশিতে তাদের নিজেদের রাখা কফ সিরাপ বেরিয়ে আসে। তখন সেই ভুটানি নাগরিককে মাদক পাচার মামলার ভয় দেখিয়ে প্রথমে দশ লক্ষ টাকা দাবি করে সেই দুর্বৃত্তরা। পরে চার লক্ষ টাকায় রফা হয়। এর পর ওই ভুটানি নাগরিককে নিজেদের গাড়িতে তুলে জয়গাঁও এর বিভিন্ন এলাকায় ঘোরাতে থাকে ভুয়ো পুলিশরা। মুক্তিপণের টাকা নির্দিষ্ট জায়গায় আনতে যায় অপহরনকারীদের মধ্যেই একজন।
advertisement
advertisement
ইতিমধ্যেই ওই ঘটনা জয়গাঁও পুলিশ জানতে পেরে অভিযান চালায়। মুক্তিপণ লেনদেনের জায়গায় পৌঁছে অভিযুক্তকে ধাওয়া করে গ্রেফতার করে পুলিশ। পুলিশের উপস্থিতির খবর পেয়ে ভুটানি নাগরিককে ফেলে পালিয়ে যায় বাকি তিন অপহরনকারী। ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার আলিপুরদুয়ার আদালতে পেশ করে ঘটনার তদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাস বলেন, “একজন ভুটানি নাগরিককে ভুয়ো পুলিশ সেজে অপহরন করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়েছিল, আমরা এক অভিযুক্তকে গ্রেফতার করেছি।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fake Police: 'পুলিশ' এসে গাড়িতে কী রেখে গেল...! ১০ লক্ষ টাকার ফ্যাঁসাদে ব্যক্তি... সাংঘাতিক!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement