Fake Money: হাজার হাজার টাকার জাল নোট...! গোপন সূত্রের খবরে কুকীর্তি ফাঁস! হাতেনাতে ধরা পড়ল ২ যুবক, ফেরার আরও এক
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Fake Money: বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটার নাজিরহাট হাসপাতাল মোড়ে ৪০ হাজার টাকা জাল নোট-সহ দুই যুবক গ্রেফতার। শনিবার রাতে সাহেবগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে এদের।সাহেবগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সূত্রের ভিত্তিতে এই অভিযান চালায়।
দিনহাটা : বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটার নাজিরহাট হাসপাতাল মোড়ে ৪০ হাজার টাকা জাল নোট-সহ দুই যুবক গ্রেফতার। শনিবার রাতে সাহেবগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে এদের।সাহেবগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সূত্রের ভিত্তিতে এই অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় তিন যুবক একটি বাইক নিয়ে নাজিরহাট হাসপাতাল মোড় দিয়ে যাচ্ছিল। পুলিশের গাড়ি দেখামাত্র বাইক থেকে নেমে দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে, অপরজন বাইক নিয়ে ভিন্ন পথে পালাতে গেলে পুলিশ তাকে আটক করে।
advertisement
advertisement
দৌড়ে পালানো যুবকদের মধ্যে একজনকে পুলিশ ধরে ফেলতে সক্ষম হয়। পরে বাইক তল্লাশি করে ৫০০ টাকার ৮০টি জাল নোট (মোট ৪০ হাজার টাকা) উদ্ধার করা হয়। গ্রেফতার দুই যুবকের নাম মোস্তাফিজুল আলি (২১) ও জাকির হোসেন (২৮)। এরা তুফানগঞ্জ কৃষ্ণপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ ধৃতদের কাছ থেকে পালিয়ে যাওয়া তৃতীয় যুবকের নামও জানতে পারে। জানা গিয়েছে তার নাম বিকাশ বর্মন।
advertisement
বর্তমানে ফের জায়গায় জায়গায় ধরা পড়ছে জাল নোটের হদিস। বার বার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফ থেকে এই বিষয়ে সতর্কতা জারি করা হচ্ছে। জাল নোট নিয়ে সতর্কতার মধ্যেই সীমান্ত লাগোয়া দিনহাটায় একসঙ্গে এত বিপুল পরিমান জাল নোটের উদ্ধার নেপথ্যে বড়সড় চক্রের হাত থাকার ইঙ্গিত করছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
advertisement
শুভঙ্কর সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2025 5:15 PM IST