XL, XXL, XS...! জামার সাইজের এই 'X' শব্দের মানে কী বলুন তো? অনেকেই জানেন সম্পূর্ণ 'ভুল', আপনি?

Last Updated:
X Meaning: জামার সাইজের ক্ষেত্রে এই L বা M অথবা S অক্ষর মূলত বড়, মাঝারি ও ছোট সাইজ অর্থাৎ 'লার্জ', 'মিডিয়াম' ও 'স্মল' বোঝায়। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে এই সাইজের ক্ষেত্রে X শব্দের মানে আদৌ কী?
1/11
যে কোনও চাকরির পরীক্ষা হোক বা জীবনের বড় পরীক্ষা, সাধারণ জ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। প্রত্যেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন সাধারণ জ্ঞানের অনেক প্রশ্ন থাকে তেমনই আবার এই জ্ঞান ছাড়া জীবন অচল।
যে কোনও চাকরির পরীক্ষা হোক বা জীবনের বড় পরীক্ষা, সাধারণ জ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। প্রত্যেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন সাধারণ জ্ঞানের অনেক প্রশ্ন থাকে তেমনই আবার এই জ্ঞান ছাড়া জীবন অচল।
advertisement
2/11
আপনিও যদি এই মুহূর্তে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। আজ এমনই একটি সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক এই প্রতিবেদনে।
আপনিও যদি এই মুহূর্তে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। আজ এমনই একটি সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক এই প্রতিবেদনে।
advertisement
3/11
আসলে কিছু কিছু বিষয় আছে যা আমাদের চোখের সামনে প্রতিদিন ঘটে অথচ আমরা কখনও ভেবে দেখি না আদতে তার মানে কী। ঠিক যেমন আপনিও নিশ্চই জামা কাপড় কিনতে গিয়ে লক্ষ্য করে থাকবেন প্রত্যেক জামার একটা নির্দিষ্ট সাইজ থাকে। আর সেই সাইজ মিলিয়েই আমরা জামা বা শার্ট কিনে থাকি।
আসলে কিছু কিছু বিষয় আছে যা আমাদের চোখের সামনে প্রতিদিন ঘটে অথচ আমরা কখনও ভেবে দেখি না আদতে তার মানে কী। ঠিক যেমন আপনিও নিশ্চই জামা কাপড় কিনতে গিয়ে লক্ষ্য করে থাকবেন প্রত্যেক জামার একটা নির্দিষ্ট সাইজ থাকে। আর সেই সাইজ মিলিয়েই আমরা জামা বা শার্ট কিনে থাকি।
advertisement
4/11
পরনের জামা-কাপড় কিনতে গেলে আমরা সাইজের জন্য প্রায়শই 'এক্সএল', 'এক্সএক্সএল' বা 'ডাবলএক্স এল' এর মতো শব্দ ব্যবহার করি। সেলসম্যানদের সাইজ মিলিয়ে খুঁজে দিতে বলি জামা বা শার্ট।
পরনের জামা-কাপড় কিনতে গেলে আমরা সাইজের জন্য প্রায়শই 'এক্সএল', 'এক্সএক্সএল' বা 'ডাবলএক্স এল' এর মতো শব্দ ব্যবহার করি। সেলসম্যানদের সাইজ মিলিয়ে খুঁজে দিতে বলি জামা বা শার্ট।
advertisement
5/11
জামার সাইজের ক্ষেত্রে এই L বা M অথবা S অক্ষর মূলত বড়, মাঝারি ও ছোট সাইজ অর্থাৎ 'লার্জ', 'মিডিয়াম' ও 'স্মল' বোঝায়। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে এই সাইজের ক্ষেত্রে X শব্দের মানে আদৌ কী?
জামার সাইজের ক্ষেত্রে এই L বা M অথবা S অক্ষর মূলত বড়, মাঝারি ও ছোট সাইজ অর্থাৎ 'লার্জ', 'মিডিয়াম' ও 'স্মল' বোঝায়। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে এই সাইজের ক্ষেত্রে X শব্দের মানে আদৌ কী?
advertisement
6/11
আসুন জেনে নিই এই ইংরেজি শব্দের বিশেষ অক্ষরগুলি আসলে কী বোঝায়। কারণ আপনি যদি এই বিষয়ে মানুষকে প্রশ্ন করেন দেখবেন যে বেশিরভাগই উত্তর প্রায় 'জানি না' হবে।
আসুন জেনে নিই এই ইংরেজি শব্দের বিশেষ অক্ষরগুলি আসলে কী বোঝায়। কারণ আপনি যদি এই বিষয়ে মানুষকে প্রশ্ন করেন দেখবেন যে বেশিরভাগই উত্তর প্রায় 'জানি না' হবে।
advertisement
7/11
প্রকৃতপক্ষে, 'X' মানে হল অতিরিক্ত। অর্থাৎ সাইজের ক্ষেত্রে এই XL মানে Extra Large এবং XXL শব্দের অর্থ হল আসলে Extra Extra Large।
প্রকৃতপক্ষে, 'X' মানে হল অতিরিক্ত। অর্থাৎ সাইজের ক্ষেত্রে এই XL মানে Extra Large এবং XXL শব্দের অর্থ হল আসলে Extra Extra Large।
advertisement
8/11
সাধারণত একটি XL আকারের শার্ট ৪২ ইঞ্চি থেকে ৪৪ ইঞ্চির মধ্যে সাইজ পরিমাপ করে। একইভাবে, XXL শার্ট বা পোশাকের ক্ষেত্রে, আকার সাধারণত ৪৪ ইঞ্চি থেকে ৪৬ ইঞ্চির মধ্যে হয়।
সাধারণত একটি XL আকারের শার্ট ৪২ ইঞ্চি থেকে ৪৪ ইঞ্চির মধ্যে সাইজ পরিমাপ করে। একইভাবে, XXL শার্ট বা পোশাকের ক্ষেত্রে, আকার সাধারণত ৪৪ ইঞ্চি থেকে ৪৬ ইঞ্চির মধ্যে হয়।
advertisement
9/11
একইভাবে, S মানে ছোট, XS মানে Extra Small, এবং M মানে Medium। এটি পুরুষ এবং মহিলা উভয়েরই সমস্ত পোশাকের জন্য কোড হিসেবে ব্যবহার করা হয়।
একইভাবে, S মানে ছোট, XS মানে Extra Small, এবং M মানে Medium। এটি পুরুষ এবং মহিলা উভয়েরই সমস্ত পোশাকের জন্য কোড হিসেবে ব্যবহার করা হয়।
advertisement
10/11
সাধারণত উপরোক্ত মাপ অনুসরণ করা হলেও কোনও কোনও কোম্পানি শার্টের আকারের ক্ষেত্রে পরিমাপ বাড়াতে বা কমাতে পারে। এমতাবস্থায় এই পার্থক্যটিকে খুবই গৌণ বলে মনে করা হয়। কিন্তু শার্ট বা শার্টের আকৃতি সহজে বোঝার জন্য এই এক্স ব্যবহার করা হয় সব পোশাকেই।
সাধারণত উপরোক্ত মাপ অনুসরণ করা হলেও কোনও কোনও কোম্পানি শার্টের আকারের ক্ষেত্রে পরিমাপ বাড়াতে বা কমাতে পারে। এমতাবস্থায় এই পার্থক্যটিকে খুবই গৌণ বলে মনে করা হয়। কিন্তু শার্ট বা শার্টের আকৃতি সহজে বোঝার জন্য এই এক্স ব্যবহার করা হয় সব পোশাকেই।
advertisement
11/11
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
advertisement
advertisement
advertisement