Exclusive | Palki Ambulance: পাহাড়ের চূড়া থেকে রোগীকে নামানো হচ্ছে পালকি অ্যাম্বুল্যান্সে, দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
২৬০০ ফুট উঁচুতে বক্সা পাহাড়ের ডারাগাও পাহাড়ি গ্রাম থেকে ডুকপা সম্প্রদায়ের গর্ভবতী মহিলাকে নামিয়ে আনা হল সমতলের হাসপাতালে (Exclusive | Palki Ambulance)।
#আলিপুরদুয়ার: বক্সা পাহাড়ের চূড়া থেকে পালকি অ্যাম্বুল্যান্সে করে রোগী নামানো হল সমতলে (Exclusive | Palki Ambulance)। ২৬০০ ফুট উঁচুতে বক্সা পাহাড়ের ডারাগাও পাহাড়ি গ্রাম থেকে ডুকপা সম্প্রদায়ের গর্ভবতী মহিলাকে নামিয়ে আনা হল সমতলের হাসপাতালে (Exclusive | Palki Ambulance)। এই প্রথম পালকি অ্যাম্বুল্যান্স করে রোগী নামানো হল সমতলের হাসপাতালে (Exclusive | Palki Ambulance)।
আরও পড়ুন: নন্টেফন্টে-হাঁদাভোদা-বাঁটুলকে রেখে চলে গেলেন স্রষ্টা, প্রয়াত নারায়ণ দেবনাথ
ডারাগাও গ্রামের পাশালহম ডুকপা জেলা সদর হাসপাতালে নিরাপদে সন্তানের জন্ম দিয়েছেন। বক্সা পাহাড়ের ১১ টি গ্রামে কোনও রাস্তা নেই। পাহাড়ি পথে একমাত্র ভরসা পায়ে হাঁটা। আগে বাঁশের মাচায় রোগী ঝুলিয়ে কাঁধে করে নামানো হত সমতলের হাসপাতালে। পরিস্থিতি এমনই খারাপ হয়ে যেত যে কখনও কখনও প্রাণসংশয় হওয়ারও আশঙ্কা দেখা দিচ্ছিল। এমন পরিস্থিতিতেই পালকি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়।
advertisement

advertisement
আরও পড়ুন: পর পর ২ দিন কমল দৈনিক সংক্রমণ, তবে আশঙ্কা ওমিক্রনের! জানুন দেশের করোনা আপডেট
পালকি অ্যাম্বুল্যান্স চালু করে প্রশাসন সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। পালকি অ্যাম্বুল্যান্সের সফলতায় খুশি জেলা প্রশাসন। আরও ৮ টি পালকি অ্যাম্বুল্যান্স নতুন করে দেওয়ার ঘোষণা করেছে জেলা প্রশাসন। বক্সা পাহাড়ের ১১ টি গ্রামের জন্য রাখা হবে নতুন আট পালকি অ্যাম্বুল্যান্স। এই ১১ টি গ্রামেই মূলত ডুকপা সম্প্রদায়ের লোকেরা বাস করেন। প্রায় ৫ হাজার মানুষের বাস পাহাড়ি এই ১১ গ্রামে।
advertisement
রাজকুমার কর্মকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 18, 2022 3:43 PM IST