জলাশয়ের পাশে যেতেই আঁতকে উঠলেন সকলে! এলাকায় আতঙ্ক
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Sitalkuchi- গতকাল সকালবেলা তিনি শেষ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তাঁর স্ত্রী আগেই মারা গিয়েছেন। এছাড়া তাঁর দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। মেয়েদের বিয়ে হয়েছে আর ছেলে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে।
শীতলকুচি: এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। শীতলকুচির গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শীতলকুচির ভাঐরথানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাসান কুড়ার জলের মধ্যে ভাসতে দেখা যায় দেহটি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ছুটে আসে শীতলকুচি থানার পুলিশ। পরবর্তীতে দেহটিকে উদ্ধার করে মাথাভাঙা নিয়ে যাওয়া হয় ময়নতদন্তের জন্য।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, এদিন স্থানীয় বাসিন্দারা এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন মাসান কুড়ার জলের মধ্যে। পরবর্তীতে স্থানীয়রা চিনতে পারেন সেই মৃতদেহ। পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা দুলাল বর্মনের দেহ। তাঁর নিজের বাড়ি থাকলেও বেশিরভাগ সময় তিনি বাজারেই রাত কাটাতেন।
advertisement
advertisement
আরও পড়ুন- বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে রাজ্যে,উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণে কেমন আবহাওয়া?
গতকাল সকালবেলা তিনি শেষ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তাঁর স্ত্রী আগেই মারা গিয়েছেন। এছাড়া তাঁর দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। মেয়েদের বিয়ে হয়েছে আর ছেলে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে।
শীতলকুচি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে এদিন ওই এলাকায় যায় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় মাথাভাঙা মর্গে।
advertisement
আরও পড়ুন- তারাপীঠের কৌশিকী অমাবস্যায় ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা, তার আগে অবশ্য এই কাজ হবে
একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ওই ব্যক্তির কীভাবে মৃত্যু হল, সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বাঁধতে শুরু করেছে।
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2024 6:15 PM IST