Malda News: 'অস্ত্র লইয়া প্রবেশ নিষিদ্ধ '- ব্যাঙ্কের লেখা বোর্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Reported by:Harashit Singha
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Malda News:'অস্ত্র লইয়া প্রবেশ নিষিদ্ধ'! বড় বড় বাংলা হরফে পরিষ্কার লেখা। এই বোর্ড ঝুলছে ব্যাঙ্কের সদর দরজায়। এমনি একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
মালদহ: ‘অস্ত্র লইয়া প্রবেশ নিষিদ্ধ’! বড় বড় বাংলা হরফে পরিষ্কার লেখা। এই বোর্ড ঝুলছে ব্যাঙ্কের সদর দরজায়। এমনি একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তবে অনেকেই বলছে এমন লেখা অস্বাভাবিক নয়। কারণ যে ব্যাঙ্কের দেওয়ালে এই বোর্ডটি ঝুলছে মালদহের কালিয়াচকে।
গত কয়েকদিন আগেই এই ব্যাঙ্ক থেকে কিছুটা দূরেই ঘটেছে সংঘর্ষের ঘটনা। যেখানে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। এমনকি একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনায় জখম হয়েছে আরও ২ জন। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে ভারী কোন বস্তু দিয়ে থেতলে দুইজনকে আঘাত করা হচ্ছে। আর তারপর থেকেই স্থানীয় একটি ব্যাঙ্কে এমন বোর্ড ঘিরে শুরু হয়েছে আলোচনা।
advertisement
যদিও ব্যাংক কর্তৃপক্ষের দাবি আগে থেকেই এই বোর্ড দেওয়া রয়েছে। তাদের দাবি সাধারণত ব্যাঙ্কে এই ধরনের বোর্ড লাগানোই থাকে। ব্যাংকের এক কর্মী বলেন,এলাকায় কোন সমস্যা নেই। ব্যাঙ্কে আগে থেকে লেখা রয়েছে। এলাকার শান্তশিষ্ট। আমাদেরও কোন সমস্যা হচ্ছে না।
advertisement
তবে ব্যাঙ্কে এমন লেখনী কেন? প্রশ্ন জাগতেই পারেই সাধারণের? মালদহের কালিয়াচক দুষ্কৃতীদের আখড়া হিসাবেই পরিচিত। বিগত দিনেও এই কালিয়াচক থানা এলাকায় একাধিক ঘটনা ঘটেছে। প্রায় মাঝেমধ্যেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় থানা এলাকার বিভিন্ন গ্রামে। মাঝেমধ্যে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। এমনকি এই কালিয়াচকে একাধিক অস্ত্র কারখানার হদিসও পেয়েছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ Rinku Singh Engagement: ভারতীয় ক্রিকেটে বিয়ের সাঁনাই! বাগদান সারলেন কেকেআর তারকা রিঙ্কু সিং
গত কয়েকদিন আগে আবারও কালিয়াচকের ঘটেছে এমনই এক ঘটনা। দুষ্কৃতিদের আঁতুরঘর এই কালিয়াচক। তা থেকে সচেতন হতেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত। যদিও এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি ব্যাংক কর্তৃপক্ষ থেকে আশেপাশের বাসিন্দারা। তবে ব্যাঙ্কের দেওয়ালে লেখা এই বোর্ড থেকেই কিছুটা হলেও প্রমাণ মিলছে কালিয়াচকের পরিস্থিতি।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 17, 2025 6:27 PM IST







