#প্রবীর কুন্ডু, কোচবিহার: এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ৷ আর ধৃতদের জেরা করতে গিয়ে কার্যত চোখ কপালে উঠল তদন্তকারীদের৷ অভিযুক্তদের মূল মাথা নিজেই জানালো, সে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া৷ রাতারাতি বড় হওয়ার লোভেই ইউটিউব দেখে এটিএম কীভাবে ভাঙতে হয়, সেই শিক্ষা নিয়েছিল সে!
ঘটনাটি ঘটে কোচবিহারের সিতাইয়ে৷ সে কোচবিহারেরই শীতলকুচির বাসিন্দা৷ অভিযুক্ত ছাত্র মুর্শিদাবাদের একটি বেসরকারি কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বলে জানিয়েছে পুলিশ৷ ধৃতদের সঙ্গে কোনও বড় অপরাধী চক্রের যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার৷
আরও পড়ুন: মর্মান্তিক! পরিবারের অমতে দ্বিতীয় বিয়ে, জুটল 'চরম শাস্তি'... ইংরেজবাজারের ঘটনা শিউরে ওঠার মতোই
ঘটনাটি ঘটেছিল গত ২৯ অক্টোবর৷ সিতাই থানার নেতাজি বাজার এলাকায় একটি এটিএমে ভোর রাতে গাড়ি চেপে এসেছিল দুই অভিযুক্ত৷ গাড়িটির নম্বর প্লেট ছিল কালো কাপড়ে ঢাকা৷ গ্যাস কাটার দিয়ে এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা চালানো হয়। রাতের নিস্তব্ধতার মাঝে বিকট শব্দ শুনে ছুটে এসেছিলেন স্থানীয় বাসিন্দারা৷ বিপদ বুঝে গাড়িতে চেপে চম্পট দেয় দুই অভিযুক্ত৷
আরও পড়ুন: ১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে প্রবল সমস্যা! ফের শুরু হয়েছে খুচরো পয়সা বিভ্রাট!
সেই ঘটনার সূত্রেই শনিবার রাতে শীতলকুচির বাড়ি থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ উদ্ধার করেছে গ্যাস কাটার সহ নানা যন্ত্রাংশ। ওই অভিযুক্তকে পুলিশ গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিল সে৷
আচমকাই তার ইচ্ছে হয়েছিল রাতারাতি প্রচুর টাকার মালিক হবে। সেই স্বপ্ন পূরণ করতেই এটিএম থেকে টাকা লুঠ করার ছক কষেছিল অভিযুক্ত৷ ইউটিউব ও সোশ্যাল মিডিয়া থেকে সে শিখেছিল কীভাবে এটিএম থেকে টাকা হাতিয়ে নেওয়া যায়৷ তবে তার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই পুলিশের জালে অভিযুক্ত। অভিযুক্তকে দিনহাটা আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ATM, Coochbehar, Crime News