Animal: গায়ে মাছের মতো আঁশ! চাষের জমিতে হেঁটে চলে বেড়াচ্ছে ওটা কী প্রাণী? বিরাট শোরগোল, শেষমেষ যা জানা গেল...
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
চাষের জমি থেকে উদ্ধার হল প্যাঙ্গোলিন। ফালাকাটা ব্লকের কুঞ্জনগর বাজার সংলগ্ন উত্তরপাড়া এলাকায় দেখা যায় এই প্রাণীটিকে।
আলিপুরদুয়ার: চাষের জমি থেকে উদ্ধার হল প্যাঙ্গোলিন। ফালাকাটা ব্লকের কুঞ্জনগর বাজার সংলগ্ন উত্তরপাড়া এলাকায় দেখা যায় এই প্রাণীটিকে। জানা যায় এলাকার বাসিন্দা জয়ন্ত দে সরকার তার চাষের জমিতে দেখতে পান একটি প্যাঙ্গোলিন ঘোরাফেরা করছে।
এরপর তিনি কুঞ্জনগর বিটে খবর দেন। প্যাঙ্গোলিন একটি বিরল প্রজাতির প্রাণী। সচরাচর এই প্রাণীর দেখা মেলেনা, তাই প্রাণীটির হদিশ লোকালয়ে আছে জেনে তা দেখতে চলে আসেন এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
যদিও খবর পাওয়ার পর এদিন বন দফতরের কর্মীরা এসে প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে নিয়ে যায় l কুঞ্জনগরের বিট অফিসার সনদ সুর বলেন,”বিষয়টি আমি রেঞ্জ অফিসারকে জানাব। এরপর উপর থেকে যা নির্দেশ আসবে, সেই নির্দেশমত এই প্যাঙ্গোলিনটিকে আমরা ছেড়ে দেব। ” কোথা থেকে ওই এলাকায় এল প্যাঙ্গোলিনটি, কীভাবে চাষের জমিতে তার খোঁজ করবে বন দফতর।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2024 8:47 PM IST