Alipurduar News: ভয়ঙ্কর কাণ্ড হাইওয়েতে! হাতিকে ধাক্কা দ্রুতগতির ট্রাকের! তারপর বেসামাল গাড়ির সঙ্গে যা হল...
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Alipurduar News: ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জিএসটি মোড় এলাকার ব্যবসায়ী উর্গেন গুরুংয়ের চায়ের দোকান, দীপক গোয়েলের মোটর পার্টসের দোকান ও রাজু ঠাকুরের সেলুন দোকান।
আলিপুরদুয়ার: হাতির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা দোকানগুলোতে ঢুকে পড়ল ট্রাকটি। ব্যাপক ক্ষতিগ্রস্ত তিনটি দোকান। মাথায় হাত ব্যবসায়ীদের। ঘটনাটি কালচিনি ব্লকের জিএসটি মোড় এলাকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে জয়গাঁ থেকে হাসিমারাগামী একটি ট্রাকের সামনে আচমকা একটি হাতি চলে আসে। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে হাতিটির গায়ে ধাক্কা দিয়ে সড়কের ধারে থাকা তিনটি দোকানে ঢুকে পড়ে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জিএসটি মোড় এলাকার ব্যবসায়ী উর্গেন গুরুংয়ের চায়ের দোকান, দীপক গোয়েলের মোটর পার্টসের দোকান ও রাজু ঠাকুরের সেলুন দোকান। এই ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষাধিক টাকা। এমনটাই দাবি ব্যবসায়ীদের।
advertisement
advertisement
অন্যদিকে এই ঘটনায় ট্রাকটিরও সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে ট্রাক চালককে উদ্ধার করে পুলিশ। তাকে চিকিৎসার জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। এদিকে এশিয়ান হাইওয়েতে হাতির আনাগোনায় চিন্তিত এলাকাবাসীরা। প্রধান রাস্তা আর সুরক্ষিত রইল না বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। নন্দ ভুজেল নামের এক এলাকার বাসিন্দা জানান, ”আগে তো গ্রামে হাতি আসত। এখন দেখছি হাইওয়েতেও হাতি ঘুরছে। রাতের বেলা বেরনোই বন্ধ করে দিতে হবে যা দেখছি।”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 21, 2023 5:42 PM IST










