পরিবেশবান্ধব রাখি নিয়ে আসছে শিলিগুড়ি, শহরকে দূষণমুক্ত রাখতেই নয়া ভাবনা...

Last Updated:

Eco Friendly Rakhi || ছোলা, মেথি, ধনে, রাজমা, ধান, সর্ষে, কাবুলিচানা দিয়ে তৈরি হচ্ছে রাখি, পাটের রশি জড়াবে হাতে৷ 

পরিবেশবান্ধব রাখি
পরিবেশবান্ধব রাখি
#শিলিগুড়ি: ভেষজ আবির আগেই এসেছে। এবারে আসছে পরিবেশবান্ধব রাখি! হ্যাঁ, ঠিকই শুনেছেন। শহর শিলিগুড়িতে দিন দিনই বাড়ছে দু'চাকা, চার চাকা গাড়ির সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে দূষণের মাত্রা। আর মহানন্দা নদীর নাম এলেই দূষণ বেড়ে যায় কয়েকগুণ। উত্তরবঙ্গের দূষিত নদীগুলির মধ্যে শীর্ষে মহানন্দা! সেই শহরে দূষণ কমাতে প্লাস্টিকের ক্যারিব্যাগ, থার্মোকলের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাই পরিবেশ দূষণের হাত থেকে শহরকে বাঁচাতে অভিনব ভাবনা এক স্বেচ্ছাসেবী সংগঠনের।
advertisement
পোশাকি নাম ইউনিক ফাউণ্ডেশন। যেমন নাম, তেমনই "ইউনিক" ভাবনা সংস্থার সদস্যাদের। প্লাস্টিক বা অন্য কোনও উপকরণ দিয়ে নয়। এবারে তারা তৈরি করছে পরিবেশবান্ধব রাখি। কী কী উপকরণ থাকছে? মূলত দানা জাতীয় শস্য দিয়ে তৈরি হচ্ছে এই রাখি। গাছের পাতা গোল করে কেটে তার উপর বসানো হচ্ছে দানাজাতীয় শস্য। ছোলা, মেথি, সর্ষে, রাজমা, ধান, কাবুলিচানা-সহ আরও কিছু শস্য রয়েছে৷ ফিতে হচ্ছে পাটের রশি দিয়ে।
advertisement
 কেন এই ভাবনা? সংগঠনের সদস্যা অর্পিতা সিংহ রায় জানান, শহরকে দূষণমুক্ত করতেই এই বিষয়ে উদ্যোগী হয়েছেন তাঁরা। শহরবাসীকে সচেতন করে তুলতেই এবারে রাখি উৎসবে নয়া থিম আনা হল। উৎসব শেষে মাটিতে মিশে গেলেও জল পেলে ফের সেই বীজ থেকে তৈরি হতে পারবে চারা গাছ। যা পরিবেশের পক্ষে এক স্বাস্থ্যকর বার্তা বয়ে আনবে। এবং এতে উৎসাহ হয়ে আগামিদিনে অন্য প্রস্তুতকারী সংস্থাও এই ধরনের রাখি তৈরি করতে উদ্যোগী হবে বলে আশা তাদের।
advertisement
এবারে শিলিগুড়ির পুলিশ কমিশনার থেকে শুরু করে ট্র‍্যাফিকে কর্মরত পুলিশ কর্মী, দমকল কর্মী, চা বাগান এবং বনবস্তি এলাকার মানুষদের হাতে সংস্থার সদস্যারা রাখি পড়াবেন। সংস্থার আর এক সদস্যা দেবী দে জানান, পরিবেশকে বাঁচাতেই এই উদ্যোগ। তাঁদের আশা, সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সচেতন হবে শহরবাসীও। তাহলে হয়তো আগামিদিনে ভেষজ আবিরের মতোই পরিবেশবান্ধব রাখি আসবে বাজারে৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পরিবেশবান্ধব রাখি নিয়ে আসছে শিলিগুড়ি, শহরকে দূষণমুক্ত রাখতেই নয়া ভাবনা...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement