Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং, সিকিম, গ্যাংটক! আতঙ্কিত পাহাড়বাসী...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Earthquake: রাজধানী গ্যাংটক থেকে ১২ কিলোমিটার পশ্চিমে এর কেন্দ্র। সেখান থেকেই কেঁপে উঠেছে মাটি। প্রায় ৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়।
Earthquake of Magnitude:4.0, Occurred on 25-07-2021, 20:39:22 IST, Lat: 27.29 & Long: 88.50, Depth: 10 Km ,Location: 11km WSW of Gangtok, Sikkim for more information download the BhooKamp App https://t.co/gq9QlueHnt pic.twitter.com/z4WRdlMDAI
— National Center for Seismology (@NCS_Earthquake) July 25, 2021
advertisement
advertisement
সূত্রের খবর, রবিবার সাড়ে ৮টা নাগাদ আচমকা কেঁপে (Earthquake) ওঠে দার্জিলিং, সিকিমের পার্বত্য অঞ্চল। জানা গিয়েছে, পূর্ব সিকিমের কাছে কম্পনের উৎপত্তিস্থল। রাজধানী গ্যাংটক থেকে ১২ কিলোমিটার পশ্চিমে এর কেন্দ্র। সেখান থেকেই কেঁপে উঠেছে মাটি। প্রায় ৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। পাহাড়ের বাসিন্দারা বেশ ভালই তা টের পেয়েছেন। শিলিগুড়ি অর্থাৎ সমতলে সেভাবে কম্পন টের পাওয়া যায়নি বলে জানাচ্ছেন বাসিন্দারা। যদিও এর জেরে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা এখনও জানা যায়নি। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
advertisement
এমনিতে বর্ষার মরশুমে পাহাড়ি এলাকার মাটি আলগা হয়ে ধস নামা প্রায় নিত্যদিনের ব্যাপার। এর জন্য দুর্ঘটনাও ঘটে অনেক সময়ে। আর এবার ধসের পাশাপাশি ভূমিকম্প। ফলে আতঙ্ক বেড়েছে এলাকার মানুষের মধ্যে। কোথায় কতটা ক্ষতি হয়েছে, দিনের আলো না ফুটলে তা বোঝা যাবে না, এমনই মনে করছেন স্থানীয়রা। রাতে আফটারশকের আশঙ্কা করছেন তাঁরা।গ্যাংটকের পার্শ্ববর্তী অঞ্চলের মাটি কেঁপে ওঠায় ভয় পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। দার্জিলিং পার্বত্য এলাকাতেও একই পরিস্থিতি। সবমিলিয়ে আতঙ্কের রাত কাটাচ্ছেন পাহাড়ের মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2021 9:45 PM IST