Earthquake In Siliguri: বড়সড় ভূমিকম্প রাজ্যে! কেঁপে উঠল শিলিগুড়ি, ডুয়ার্স...!
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
Earthquake In Siliguri: বড়সড় ভূমিকম্প শিলিগুড়িতে। রিখটার স্কেলের অঙ্কে তীব্রতা ৪ দশমিক ১। এর জেরেই কেঁপে উঠল হিমালয়ের পাদদেশ।
শিলিগুড়ি: ভর সন্ধ্যায় কেঁপে উঠল রাজ্য! ভূমিকম্প শিলিগুড়িতে। রিখটার স্কেলের অঙ্কে তীব্রতা ৪ দশমিক ১। এর জেরেই কেঁপে উঠল হিমালয়ের পাদদেশ। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন উত্তরের বাসিন্দারা।

বড়সড় ভূকম্পন অনুভূত হল গোটা ডুয়ার্স জুড়ে। জানা গিয়েছে, উৎপত্তিস্থল ভুটান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৪। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। মেঘালয় এবং অসমের বহু জায়গা থেকেও অনুভূত হয়েছে কম্পন! এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।
advertisement
কিছু দিন আগেই দেশের আরও দুই রাজ্যে ভূমিকম্প হয়। মার্চ মাসেই গভীর রাতে উত্তর পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশে দু’দুবার ভূমিকম্প অনুভূত হয়। কম্পন অনুভূত হয়েছিল মহারাষ্ট্রেও। এর পরই এ বার বাংলায়। তীব্রতাও অনেকটাই বেশি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2024 8:18 PM IST