Durga Puja 2025: আলিপুরদুয়ারে স্বামী নারায়ণ মন্দির! শহরের বিগ বাজেট পুজোয় বড় চমক, কোথায় তৈরি হচ্ছে জানুন

Last Updated:

Durga Puja 2025: আলিপুরদুয়ারের অন্যতম বিগ বাজেট পুজো। জোরকদমে পুজোর প্রস্তুতি চলছে। ভিতরে কড়ি ও সামুদ্রিক বিভিন্ন জিনিস দিয়ে সূক্ষ্ম কাজ করা হচ্ছে। জেলাবাসীকে এবারও চমক দিতে তৈরি এই ক্লাব

+
যুব

যুব সংঘ কালীবাড়ি ক্লাবের দুর্গাপুজো

আলিপুরদুয়ার, অনন্যা দেঃ আলিপুরদুয়ার শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম যুবসংঘ ও কালীবাড়ির পুজো। গত বছর বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে মণ্ডপসজ্জা তৈরি করে তাক লাগিয়েছিলেন তাঁরা। এই বছর গুজরাতের স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। আলিপুরদুয়ার শহরের এই বিগ বাজেটের পুজো কোন মাঠে হয় আগেভাগেই জেনে নিন।
আলিপুরদুয়ার জংশন এলাকায় ছোট-বড় অনেকগুলি মাঠ রয়েছে। বিগ বাজেটের এই পুজো দেখতে এসে গত বছর সঠিক পথ খুঁজে পাননি অনেক দর্শনার্থী। পরবর্তীতে এলাকার মানুষদের সহায়তায় তাঁরা সঠিক পুজো মণ্ডপে পৌঁছন। এবার এই বিষয়টি নজরে রাখছেন ক্লাবের কর্মকর্তারা।
আরও পড়ুনঃ মেদিনীপুরে জেলাস্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ! আত্মরক্ষা শুধু নয়, ক্যারাটে শেখার আর কী কী উপকারিতা? জানাচ্ছেন প্রশিক্ষক
আলিপুরদুয়ার যুব সংঘের পুজো হচ্ছে ডিআরএমের মাঠে। জংশন চৌপথি ধরে কিছুটা এগিয়ে এসে বাঁ দিকের গলি ধরলে সামনেই মিলবে এই মণ্ডপ। গতবার প্রেম মন্দিরের আদলে তৈরি প্যান্ডেল দেখতে শুধু আলিপুরদুয়ার জেলার বাসিন্দারা নয়, সমগ্র ডুয়ার্স থেকে দর্শনার্থীরা এসেছিলেন। এবারেও একই চিত্র দেখা যাবে বলে মনে করছেন ক্লাবের কর্মকর্তারা। তাই পুজো মণ্ডপের ৫০০ মিটার আগে থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করবে এই ক্লাব।
advertisement
advertisement
বর্তমানে ডিআরএমের মাঠে গেলে দেখা যায়, জোরকদমে পুজোর প্রস্তুতি চলছে। ভিতরে কড়ি ও সামুদ্রিক বিভিন্ন জিনিস দিয়ে সূক্ষ্ম কাজ করা হচ্ছে। জেলাবাসীকে এবারও চমক দিতে তৈরি এই ক্লাব। দূরদূরান্তে গিয়ে নানা মন্দির দর্শন করতে পারেন না, এমন মানুষের কথা মাথায় রেখে প্রতিবার দুর্গাপুজোয় বিভিন্ন মন্দিরের থিমে মণ্ডপ উপহার দেন ক্লাব কর্মকর্তারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যুব সংঘ ও কালীবাড়ি ক্লাবের পক্ষ থেকে দিলীপ রায় জানান, ‘আমাদের এই পুজো সকলের পুজো। দর্শনার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই জন্য আমরা প্রস্তুতি সেরে রাখছি। স্বেচ্ছাসেবক সহ গার্ড রাখা হচ্ছে। পুলিশের তরফ থেকেও সহযোগিতা মিলবে বলে মনে করছি’।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025: আলিপুরদুয়ারে স্বামী নারায়ণ মন্দির! শহরের বিগ বাজেট পুজোয় বড় চমক, কোথায় তৈরি হচ্ছে জানুন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement