Durga Puja 2025: এক অভিনব বার্তা দিতে বালুরঘাটের দুর্গাপুজোর থিমে এবার দিঘার জগন্নাথ মন্দির! কোথায় জানুন 

Last Updated:

প্রায় ১০ লক্ষ টাকা অর্থ বরাদ্দে বালুরঘাটে গড়ে উঠছে দিঘার জগন্নাথ মন্দিরের আদলে পুজো মণ্ডপ।বালুরঘাটের এই পুজো এবারের থিম নিছক শিল্প নয়, এক সামাজিক বার্তাও বয়ে আনছে।

+
জগন্নাথ

জগন্নাথ ধামের আদলে মন্ডপসজ্জা 

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: দুর্গাপুজোর মণ্ডপে জগন্নাথ ধামের ছাপ। সেই থিমেই গড়ে উঠবে পুজোর মণ্ডপ। তাও আবার খাস বালুরঘাটে। এ যেন এক অভিনব বার্তা দিতে উদ্যোগী হয়েছে বালুরঘাটের নেতাজি স্মৃতি ক্লাব। আশরাফ থেকে কৃষ্ণ প্রায় ১০ জন কর্মচারীদের দিয়ে প্রায় ১০ লক্ষ টাকা অর্থ বরাদ্দে বালুরঘাটে গড়ে তুলছেন দিঘার জগন্নাথ মন্দিরের আদলে পুজো মণ্ডপ। দুর্গাপুজোয় অভিনব সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দিতে চলেছে বালুরঘাটের এই ক্লাব। মন্ডপ শিল্পী হিসেবে বরাত দেওয়া হয়েছে নদিয়ার আশরাফ আলী শেখকে। বাঁশ, কাঠ, কাপড়, রঙ সব বিভিন্ন উপাদান মিলিয়ে জোরকদমে তৈরি হচ্ছে মণ্ডপ। জগন্নাথদেবের মূর্তির আদলে প্রতিমা গড়ে তুলছেন খিদিরপুরের কৃষ্ণ পাল। আলোকশিল্পী বালুরঘাটের পঙ্কজ দত্ত।
আরও পড়ুনঃ ট্রাম্পের ৫০% শুল্ক আরোপ শুরু; কোন ভারতীয় খাত ক্ষতিগ্রস্ত হবে, কোনটি অব্যাহতি পেল?
ক্লাব কর্তৃপক্ষের দাবি, চলতি বছরে ৫৮ তম বর্ষে এই পুজোর মাধ্যমে প্রত্যেক মানুষকে তাঁরা জানাতে চান উৎসব ধর্মের সংকীর্ণ বেড়াজালে আবদ্ধ নয়। দুর্গোৎসব শুধু দেবী আরাধনা নয়, মানবিকতারও আরাধনা। আশরাফ ও তাঁর দলের নিষ্ঠা দেখে তাঁরা অভিভূত। প্রত্যাশা, মণ্ডপের সাজসজ্জা এবছর দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।
advertisement
‘ধর্ম যার যার, উৎসব সবার’ বার্তা ছড়িয়ে দিতে চাইছেন আশরাফ আলি, পেশায় বহু বছরের অভিজ্ঞ শিল্পী। দীর্ঘ বছর যাবত রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্গোৎসবের মণ্ডপ তৈরি করে আসছেন তিনি। তবে বালুরঘাটে এসে মানুষের উষ্ণতা তাঁকে বিশেষভাবে আপ্লুত করেছে। তাই তিনিও সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তি ঢেলে কাজ করছেন।
advertisement
ক্লাবের পক্ষ থেকে জানা যায়, গ্রামবাংলার বহু মানুষ দিঘা যেতে পারেন না। তাঁরা দুর্গাপুজোয় সপরিবারে এই মণ্ডপ দেখতে আসতে পারবেন। দিঘা যেতে না পারার দুঃখ ভুলবেন। বালুরঘাটের এই পুজো এবারের থিম নিছক শিল্প নয়, এক সামাজিক বার্তাও বয়ে আনছে। ধর্মীয় ভেদাভেদ দূরে সরিয়ে মানুষকে একত্রিত করার প্রয়াসই মূল লক্ষ্য। শিল্পীর তুলির আঁচড়ে, কাঠামোর খুঁটিনাটিতে যেমন ধরা পড়ছে সৌন্দর্য, তেমনই গড়ে উঠছে সম্প্রীতির মঞ্চ। তাই উৎসবের আবহে নেতাজি স্মৃতি ক্লাবের বার্তা ‘ভিন্ন ধর্ম হলেও আমরা সবাই এক’।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025: এক অভিনব বার্তা দিতে বালুরঘাটের দুর্গাপুজোর থিমে এবার দিঘার জগন্নাথ মন্দির! কোথায় জানুন 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement