Durga Puja 2024: ৭৫ বছরের পুজোয় বিশেষ থিমের চমক! এই ক্লাবের পুজো নজর কাড়বে জেলায় আশায় উদ্যোক্তাদের
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Durga Puja 2024: কোচবিহার সদর শহর সংলগ্ন বাবুরহাট এলাকার বাণীতীর্থ ক্লাবের চলতি বছরের পুজো ৭৫ বছরে পদার্পণ করতে চলেছে। সেই উপলক্ষে এবার তাঁদের নজর করা আকর্ষণ রয়েছে থিমের মধ্যে।
কোচবিহার: ইতিমধ্যেই কোচবিহারে দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন পুজো মন্ডপ গুলোর কাজ ইতিমধ্যেই চলছে দ্রুত গতিতে। জেলায় এই বছর বেশ কয়েকটি ৭৫ বছরের দুর্গা পুজো রয়েছে। ফলে চলতি বছরে এবার জেলায় পুজোয়
দেখতে পাওয়া যাবে থিমের রকমারি আকর্ষণ। কোচবিহার সদর শহর সংলগ্ন বাবুরহাট এলাকার বাণীতীর্থ ক্লাবের চলতি বছরের পুজো ৭৫ বছরে পদার্পণ করতে চলেছে। সেই উপলক্ষে এবার তাঁদের নজর করা আকর্ষণ রয়েছে থিমের মধ্যে।
বাণীতীর্থ ক্লাবের সহ-সম্পাদক রঞ্জিত কুমার পাল জানান,”চলতি বছরে তাঁদের থিম রয়েছে উড়তে মোদের মানা”। মূল মানুষের জীবনযাত্রার একটি প্রতিফলন দেখতে পাওয়া যাবে এই থিমের মধ্যে। সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপায়ে তৈরি করা হচ্ছে এই বিশেষ থিম। থিমের কাজে ব্যবহার করা হচ্ছে বাঁশ, কাঠ, মাটির হাড়ি ও পাটের সুতো। দীর্ঘ দেড় মাসের বেশি সময় ধরে এই কাজ চলছে। তবে মহালয়ার মধ্যেই এই কাজ সম্পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। জেলার মানুষের নজর আকর্ষণ করবে এই থিম।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ Mohun Bagan: রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয়, পঞ্জাবকে হারিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান
ক্লাবের এক সদস্য গৌতম দত্ত জানান,”আনুমানিক নব্বই লক্ষ টাকার বাজেট তৈরি করা হচ্ছে এই গোটা থিম। সুদূর কলকাতার থিমের শিল্পীরা এই থিমের কাজ করছেন। আশা করা হচ্ছে এই থিম জেলার পাশপাশি বাইরের বহু মানুষের নজর আকর্ষণ করবে। দুর্গা পুজোর তৃতীয়ার দিন এই পুজো মণ্ডপ খুলে দেওয়া হবে দর্শনার্থী ও পুণ্যার্থীদের জন্য।” থিমের শিল্পী পাপ্পু সাউ জানান,”২৫ থেকে ৩০ জন শিল্পী এই কাজ করে চলেছেন দেড় মাস ধরে। বহু খুঁটিনাটি কাজ রয়েছে এই থিমের প্যান্ডেলের মধ্যে।”
advertisement
চলতি বছরে পুজোগুলির মধ্যে এই ক্লাবের পুজো অন্যতম সেরা পুজো হয়ে উঠতে চলেছে এটুকু আশা করা যায়। প্রকৃতিবান্ধব এই সুন্দর থিম ছোট থেকে বড় সকলের নজর আকর্ষণ করবে। তাইতো বহু মানুষ পুজোর দিনগুলির অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2024 8:05 PM IST
