Durga Puja 2024: শিলিগুড়িতে প্রকাশিত হল পুজোর গাইড ম্যাপ! দেখে নিন কোন রাস্তায় ‌ঘুরবেন পুজোতে

Last Updated:

Durga Puja Siliguri Guide Map : শারদ উৎসবের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ পর্যায়ে, শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে মহকুমার সকল পুজো কমিটিদের নিয়ে বৈঠক করে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।

শিলিগুড়িতে প্রকাশিত হল পুজোর গাইড ম্যাপ! দেখে নিন কোন রাস্তায় ‌ঘুরবেন পুজোতে
শিলিগুড়িতে প্রকাশিত হল পুজোর গাইড ম্যাপ! দেখে নিন কোন রাস্তায় ‌ঘুরবেন পুজোতে
শিলিগুড়ি : শারদ উৎসবের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ পর্যায়ে, শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে মহকুমার সকল পুজো কমিটিদের নিয়ে বৈঠক করে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এবং পর্যটন দফতরের পক্ষ থেকে প্রকাশিত হল পুজো গাইড ম্যাপ।
শহরের রাস্তায় কীভাবে পুজোর ক’দিন যান নিয়ন্ত্রণ হবে সে সম্পর্কে আগেই জানিয়েছিলেন পুলিশকর্তারা। এদিন প্রকাশিত ওই ম্যাপে আরও বিস্তারিতভাবে সেগুলি বলা হয়েছে। দুর্গা পুজোর পাঁচ দিনের সময়, প্যান্ডেলের বিষয়ভিত্তিক সজ্জা, মা দুর্গা মূর্তির রঙিন সৃজনশীল ধারণা এবং শহর দেখতে লক্ষ লক্ষ লোককে শহরবাসীদের আকর্ষণ করে।
advertisement
advertisement
রাস্তা, গলি, বাজার এবং প্রতিটি আনাচ কানাচ এতই ব্যস্ত হয়ে পড়ে যে একটি মানচিত্র বা গাইড ছাড়া শিলিগুড়ির বড় বড় দুর্গা পুজো প্যান্ডেলগুলি অন্বেষণ করা অসম্ভব। তাই, এই ব্লগটি ম্যাপ এবং ল্যান্ডমার্ক সহ একটি সম্পূর্ণ শহরের দুর্গা পূজার নির্দেশিকা যা আপনাকে পৌঁছাতে এবং সম্পূর্ণ উপভোগ করতে সাহায্য করবে বলে জানান পুলিশ কমিশনার সি সুধাকর।
advertisement
পুলিশ কমিশনার সি সুধাকর জানান, ‘ পুজোর সময় শহরে দর্শনার্থীদের যাতে কোনওরকম সমস্যা না হয় সেজন্য সমস্ত রকম ব্যবস্থা থাকছে। শহরের কিছু রাস্তায় নির্দিষ্ট সময় পরে যান চলাচলে বন্ধ থাকবে। এছাড়াও পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে।’’
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2024: শিলিগুড়িতে প্রকাশিত হল পুজোর গাইড ম্যাপ! দেখে নিন কোন রাস্তায় ‌ঘুরবেন পুজোতে
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement