Durga Puja 2024: দুর্গাপুজোর অনুমতি এবার অনলাইনে! কীভাবে করা যাবে আবেদন? জেনে নিন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
আর একমাস বাদেই বাঙালিরা মেতে উঠবেন দুর্গোৎসবে। তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ক্লাবগুলিতে। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে শুরু হল পুজো প্রস্তুতি।এবার কিউ আর কোডের মাধ্যমে দুর্গা পুজোর অনুমতি পাবে ক্লাবগুলি।
আলিপুরদুয়ার: আর একমাস বাদেই বাঙালিরা মেতে উঠবেন দুর্গোৎসবে। তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ক্লাবগুলিতে। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে শুরু হল পুজো প্রস্তুতি। এবার কিউ আর কোডের মাধ্যমে দুর্গা পুজোর অনুমতি পাবে ক্লাবগুলি।
আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুরু হয়েছে ক্লাবগুলিকে পুজোর অনুমতি দেওয়ার কাজ। ডুয়ার্স কন্যাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন জেলাশাসক আর বিমলা।
advertisement
advertisement
প্রতিবারের মত এবারেও সরকারি পোর্টালের মাধ্যমে এই কাজ করা হবে।তবে এবারে এই নিয়মের সরলিকরণ করা হয়েছে। বের করা হয়েছে একটি লিফলেট। যেখানে রয়েছে কিউ আর কোড। যা স্ক্যান করলেই নেওয়া যাবে অনুমতি।
এই বিষয়ে জেলা শাসক আর বিমলা জানান, “আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুমতি দেওয়া হবে। ওই সময়ের মধ্যে যাতে সকলেই অনুমতি নিতে পারে তার জন্য কিউ আর কোড রাখা।” কিউ আর কোড ছাড়াও রয়েছে হোয়াটস্যাপ নম্বর।
advertisement
জেলার মহকুমা, ব্লকগুলিতে কিউ আর কোড-এর লিফলেট দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের মতে এটি সবচেয়ে সহজ মাধ্যম। পুজোর অনুমতি দেবেন মহকুমা শাসক, বিডিও।কিউ আর কোড স্ক্যান করে অনুমতি নিলে কাজটি তাড়াতাড়ি হবে বলে জানা যায়।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2024 8:35 PM IST
