Durga Puja 2024: কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৪
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Durga Puja 2024: কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৪। সেরা প্যান্ডেল সেরা প্রতিমা, পরিবেশ সচেতনতামূলক বার্তা সহ মোট চারটি পর্যায়ে বিচারকদের নিরিখে পুজো কমিটিদের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়!
কালিম্পং: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। পুজোর এই চারটি দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে সকলেই। প্রত্যেক ক্লাবে ক্লাবে ধুমধাম করে আয়োজিত হয় এই দুর্গাপুজো। কেউ সাবেকিয়ানা, কেউ সমাজ সচেতনতামূলক বার্তা, কেউ আবার দেশ-বিদেশের ঐতিহ্যকে থিমের মাধ্যমে মন্ডপ সজ্জা ফুটিয়ে তোলে। পুজোর পাশাপাশি প্রত্যেকটি ক্লাবের মধ্যেই সেরার সেরা পুজো কারা করবে তা নিয়ে টক্কর চলে। চলতি বছরে সমতলকে টেক্কা দিয়ে পাহাড়েও দুর্গাপুজোর সংখ্যা বেড়েছে। সমতলের পাশাপাশি পাহাড়েও মন্ডপ সজ্জায় দেখা মিলেছে থিমের ছোঁয়া।
সেই অর্থে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও কালিম্পং জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল বিশ্ব বাংলা শারদ সম্মান। এবছর কালিম্পং জেলায় দুর্গাপূজার সংখ্যা ছিল ১৪০টি। গত বছরের তুলনায় এ বছর দ্বিগুণ বেড়েছে পুজোর সংখ্যা। এই জেলা প্রশাসনের পক্ষ থেকে সেরার সেরা পুজো, সেরা মন্ডপসজ্জা, সেরা প্রতিমা এবং পরিবেশ সচেতনতামূলক বার্তা, মোট এই চারটি বিভাগে বিচারকদের বিচারে পুজো কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: চারিদিকে সবুজের সমারোহ! পাহাড়-জঙ্গলে ঘেরা এই গ্রাম মন মুগ্ধ করবে! রইল ঠিকানা
এই প্রসঙ্গে কালিম্পং জেলার জেলা প্রশাসক বালা সুব্রামানিয়াম টি বলেন, ”এবছর অনলাইন অ্যাপের মাধ্যমে পুজোর অনুমতি প্রক্রিয়া চালু হওয়ায় দূর-দূরান্তের গ্রামগুলিও অনলাইনের মাধ্যমে খুব সহজেই পুজোর অনুমতির আবেদন করেছিল। সেজন্য এই বছর কালিম্পং জেলায় পুজোর সংখ্যাও দ্বিগুণ হয়েছে। পুজো কমিটিদের মনোবল বাড়াতে এবং আগামী দিনে কালিম্পং জেলায় আরও ভালো দুর্গাপূজার লক্ষ্যে এ বছরও পূজো কমিটিদের হাতে বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হল।”
advertisement
advertisement
আরও পড়ুন: পাহাড়ের ঠিক এই জায়গায় দাঁড়ালে পায়ের নিচে মেঘের ভেলা! ঠিকানা জেনে ছুটি কাটিয়ে আসুন
দুর্গাপুজো মানেই সকলের কাছে একটা আবেগ। সেই অর্থেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মেতে ওঠে দুর্গোৎসবে। বর্তমানে শহরের পাশাপাশি শৈল শহরেও ধুমধাম করে আয়োজিত হচ্ছে দুর্গাপুজো। ইতিমধ্যে শৈল শহরে আলোকসজ্জা থেকে শুরু করে থিমের আদলে মন্ডপসজ্জা, সাবেকিয়ানা প্রতিমা কোন কিছুরই খামতি নেই। সমতলের পাশাপাশি দুর্গোৎসবে মেতে উঠেছে গোটা পাহাড়বাসীও।
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 14, 2024 3:28 PM IST