North Bengal Trip: চারিদিকে সবুজের সমারোহ! পাহাড়-জঙ্গলে ঘেরা এই গ্রাম মন মুগ্ধ করবে! রইল ঠিকানা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
North Bengal Trip: পাহাড়ের কোলে চারিদিকে সবুজে ঘেরা পাহাড় নদী জঙ্গল মনমুগ্ধ করবে আপনার! এই গ্রামে গেলেই থাকবে পাহাড়ি নদীতে স্নান করা থেকে শুরু করে গরম গরম মোমো খেতে খেতে দুচোখ ভরে প্রকৃতিকে উপভোগ করার সুযোগ!
দার্জিলিং: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে মেতে উঠেছে গোটা দেশ। চারিদিকে কাশফুল আর ঢাকের আওয়াজ জানান দিচ্ছে মা এসে গিয়েছেন। সেই অর্থেই পুজোর ছুটিতে পাহাড়ের শান্তশীতল আবহাওয়ায় কিছুটা সময় কাটাতে দূরদূরান্ত থেকে পাহাড়ে ছুটে আসছে পর্যটকেরা। পর্যটকদের ঘোরার জায়গার শীর্ষস্থানে বরাবরই জায়গা করে নেয় পাহাড়ের রানি দার্জিলিং। প্রত্যেক বছরই দুর্গাপুজোর ছুটিতে জমজমাট থাকে দার্জিলিং। আপনিও যদি পাহাড়ে বেড়াতে যাবার কথা ভাবেন তাহলে পুজোর ছুটিতে চারিদিকে সারি সারি পাহাড় জঙ্গল এবং নদী দিয়ে ঘেরা এই গ্রাম হতে পারে আপনার ছুটি কাটানোর সেরা ঠিকানা।
বর্তমানে শহরের ভিড় ছেড়ে পাহাড়ের কোন নিরিবিলি গ্রামেই রাত্রিযাপন পছন্দ করে পর্যটকেরা। সেই অর্থেই বর্তমানে পর্যটকদের ভিড় বাড়ছে পাহাড়ের অফবিট ডিস্টিনেশনে। আপনিও যদি পুজোর ছুটিতে পাহাড়ে ঘেরা কোনো অচেনা গ্রামে শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান তবে দার্জিলিংয়ের বুকে দুধিয়া পাহাড়ের দখলি বস্তি আপনার জন্য হতে চলেছে সেরা ঠিকানা।
আরও পড়ুনঃ ঘুরে আসুন পাহাড়ি এই গ্রামে! প্রতি হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি ভিউ, মুগ্ধ হবেন
দুধিয়া পার করেই মুক্তি রোডে অবস্থিত এই গ্রাম বর্তমানে পর্যটকদের অত্যন্ত পছন্দের। পাহাড় জঙ্গল থেকে শুরু করে নদী কি নেই এই গ্রামে। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়ের মাঝে ছোট্ট ছোট্ট কয়েকটি বাড়ি দিয়ে পরিপূর্ণ এই গ্রাম। বর্তমানে এই গ্রামেই রাত্রিযাপনের জন্য তৈরি হয়েছে বেশ কিছু হোমস্টে। স্থানীয় এক বাসিন্দা নিরাজ তামাং জানান শহরের কোলাহল যানজট ছেড়ে বর্তমানে শান্ত নিরিবিলি পরিবেশে এই গ্রামে কিছুটা সময় কাটাতে ছুটে আসছে পর্যটকেরা। চারিদিকে পাহাড়-নদী-জঙ্গল দিয়ে ঘেরা এই গ্রাম বরাবরি মন মুগ্ধ করে পর্যটকদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাহাড়ের ঠিক এই জায়গায় দাঁড়ালে পায়ের নিচে মেঘের ভেলা! ঠিকানা জেনে ছুটি কাটিয়ে আসুন
এই গ্রামে থেকেই আপনি ভ্রমণ করতে পারেন দার্জিলিং পাহাড়ের মিরিক থেকে শুরু করে মুক্তি খোলা পিকনিক স্পট এবং দুধিয়া বাজার। পূজোর ছুটিতে এই গ্রামে আসলে চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতি মন মুগ্ধ করবে আপনার। পুজোর ছুটিতে আপনারও যদি গন্তব্য পাহাড়ে ঘেরা কোন অফবিট ডেস্টিনেশন হয়ে থাকে তাহলে পাহাড় জঙ্গল নদীর অপরূপ মেলবন্ধনে গড়ে ওঠা দুধীয়ার দখলি বস্তি হতে চলেছে আপনার জন্য সেরা ঠিকানা।
advertisement
এই গ্রামে এলে সবুজে ঘেরা প্রকৃতি স্বাগত জানাবে আপনাকে। অপরূপ সৌন্দর্যে ভরা এই গ্রামে আসলেই থাকবে পাহাড়ি নদীতে স্নান করা থেকে শুরু করে গরম গরম মোমো হাতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মজা।
সুজয় ঘোষ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2024 10:26 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Bengal Trip: চারিদিকে সবুজের সমারোহ! পাহাড়-জঙ্গলে ঘেরা এই গ্রাম মন মুগ্ধ করবে! রইল ঠিকানা