Durga Puja 2023: বদলায়নি নিয়ম রীতি! কাঁধে চেপে দুর্গা আসেন জটেশ্বরের শিকদার বাড়িতে, কাঁধে চেপেই চলে যান
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Durga Puja 2023: শিকদার বাড়িতে দেবী দুর্গা আসেন কাঁধে চেপে। এই প্রথা মেনে চলা হচ্ছে যুগ যুগ ধরে।
আলিপুরদুয়ার: শিকদার বাড়িতে দেবী দুর্গা আসেন কাঁধে চেপে। এই প্রথা মেনে চলা হচ্ছে যুগ যুগ ধরে।
ষষ্ঠীর সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর নবনগরের শিকদার বাড়ির প্রতিমা কুমোরটুলি থেকে কাঁধে করে নিয়ে আসা হল। জানা গিয়েছে, পুরনো রীতি মেনেই এখনও দুর্গা পুজো হয় শিকদার বাড়ির ঠাকুর দালানে। পুজোর কয়েকটি দিন শিকদার বাড়ির সদস্যদের সঙ্গে মিশে যান পাড়া প্রতিবেশীরাও।
আরও পড়ুন: পুজোয় একটু মিষ্টি পোলাও আর কষা মাটন, শান্তিতে বসে কোথায় খাবেন? রইল কলকাতার সেরা সব রেস্তোরাঁর খোঁজ
এই পুজোয় কোনও জাঁকজমক আলো-আঁধারি খেলা না থাকলেও এলাকাবাসীদের আড্ডার স্থল হয়ে ওঠে এই বাড়ি। শিকদার বাড়ির এই পুজো যেন সকলের পুজো। জানা গিয়েছে, পুরোনো নিয়ম ও নিষ্ঠা সহকারে পুজো করা হয়। বাড়ির প্রতিমা প্রায় ৭ কিলোমিটার দূর থেকে কাঁধে করে নিয়ে আসা হয়।
advertisement
advertisement
কাঁধে করেই দশমীতে বিসর্জনও দেওয়া হয়। এলাকার প্রচুর মানুষ ওই প্রতিমা আনার দিন সামিল হন। রীতি মেনে অষ্টমীর গভীর রাতে রক্ষা কালীর পুজো করা হয়। ওই পুজো যে বহু প্রাচীন তার নিদর্শন হিসাবে পুরনো পিতলের ঢাল ও তরোয়াল পুজো মন্ডপে নিয়ম করে শোভিত হয় ইতিহাসকে সাক্ষী রাখতে।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 20, 2023 6:41 PM IST