Durga Puja 2023: দশমীতে মায়ের বিসর্জন নয়! এই দিন থেকেই এই গ্রামে শুরু হয় দুর্গা পুজো! জানুন
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Durga Puja 2023: দেবী দুর্গার দশমী থেকেই পুজো হয় এই গ্রামে! কারণ জানলে অবাক হতে হয়! দেখুন ভিডিও
উত্তর দিনাজপুর: দশমী থেকে আবার প্রাচীন রীতি মেনে শুরু হয়ে যায় দুর্গা পুজো। দুর্গা নিরঞ্জনের সঙ্গে সঙ্গেই যখন মন খারাপের সুর বাঙালিদের মনে, আর ঠিক তখনই রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি খাদিমপুরের মানুষ এই দিনেই আনন্দে মেতে ওঠেন। কেন জানেন? কারণ, দশমীর রাত থেকে শুরু হয় এই দেবীর পুজো। ইনি দেবী দুর্গার আরেক রূপ, বলাই চণ্ডী।
পাঁচ দিন ধরে চলে এই পুজো। ২০০০ পরিবারের প্রায় ৮৫০০ জন বাসিন্দার যৌথ উদ্যোগে শুরু হয় ওই পুজোর।
স্থানীয়রা বাসিন্দারা জানিয়েছেন, রায়গঞ্জের এই গ্রামের মানুষ বছরভর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। বাংলা জুড়ে যখন বিষাদের সুর, তখন এই গ্রামে বয়ে যায় আনন্দ লহরী। চতুর্ভুজা এই দেবী সিংহবাহিনী অসুর নাশিনী দুর্গা নন। তাঁর সঙ্গে বিরাজ করেন লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী।
advertisement
advertisement
সারা বছর ধরেই নিত্য পুজো হয় এই দেবীর।
জানা যায়, ৫০০ বছর আগে দশমীতে এই গ্রামে প্রাকৃতিক দুর্যোগে প্রচুর ফসল, ঘরবাড়ির ক্ষতি হয়। মারা যান বহু মানুষ। সেই থেকেই সমাজের মঙ্গল কামনায় বলাই চণ্ডী পুজো শুরু করেন গ্রামবাসীরা। রীতি অনুযায়ী এই পুজোর প্রতিমা বিসর্জন না করে বট-পাকুড় গাছের প্রাচীন মন্দিরে রেখে দেওয়া হয়।এই পুজো উপলক্ষ্যে এক সপ্তাহ ধরে মেলা চলে। প্রসাদ হিসেবে ভক্ত ও গ্রামবাসীদের মধ্যে খিচুড়ি, মিষ্টি ও ফল বিলি করা হয়।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 27, 2023 10:48 PM IST









