South Dinajpur News: ঘটা করে মেশিনের পর মেশিন উদ্বোধন হলেও নেই চিকিৎসক! চিকিৎসা পাচ্ছেন না রোগীরা
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
South Dinajpur News: মেশিনের পর মেশিন কিনে ঘটা করে তার উদ্বোধন করা হচ্ছে এবং স্বাস্থ্যপরিসেবার নতুন দিগন্ত উন্মোচন হবে বলে দাবিও করছে পুরসভা। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।
দক্ষিণ দিনাজপুর: মেশিনের পর মেশিন কিনে ঘটা করে তার উদ্বোধন করা হচ্ছে এবং স্বাস্থ্যপরিসেবার নতুন দিগন্ত উন্মোচন হবে বলে দাবিও করছে পুরসভা। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। বালুরঘাট পুরসভার ২৫টি ওয়ার্ডের মোট চারটি বড় স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এছাড়াও রয়েছে উপ-স্বাস্থ্য কেন্দ্র। এর মধ্যে সাহেব কাচারি স্বাস্থ্য কেন্দ্র কেন্দ্রীয় প্রতিনিধিদের বিচারে সেরার শিরোপা পেয়েছে উত্তরবঙ্গের মধ্যে। কিন্তু অভিযোগ উঠছে, কেন্দ্র সরকারের পাঠানো বিভিন্ন প্রকল্পের টাকা নয় ছয় করছে পুরসভা।
তবে পুরসভার দাবি, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে গড়ে ৬০ থেকে ৭০ জন সাধারণ মানুষ প্রতিদিনই পরিষেবা নিতে আসেন। পাশাপাশি এই সমস্ত কেন্দ্রগুলিতে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু,থাইরয়েড সহ প্রায় ১২ থেকে ১৪ ধরনের পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়া গর্ভবতী মা, চোখের চিকিৎসা বিনা মূল্যে করা হয়। অভিযোগ, শহরের সাহেব কাচারি স্বাস্থ্য কেন্দ্রে এক্স-রে মেশিন বসানো হয়েছে প্রায় এক বছর আগে। কিন্তু আজ পর্যন্ত কোন চিকিৎসক নিয়োগ করতে পারা যায়নি পুরসভা তরফে। যার ফলে পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ।
advertisement
advertisement
তবে, আগামী দিনে পুরসভার এই সমস্ত কেন্দ্রগুলি বৃদ্ধি করবার পাশাপাশি নতুন নতুন পরিষেবা শহরের সাধারণ মানুষদের জন্য দেওয়া হবে বলে পুরসভার পক্ষ থেকে জানা যায়। তবে, চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীদের সংখ্যা কম হওয়ার ফলে প্রতিনিয়তই স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। দ্রুত সমস্যা সমাধানের
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2025 8:02 PM IST








