#কলকাতা: কুয়াশার জেরে আজও ব্যাহত উত্তরবঙ্গের রেল পরিষেবা। একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। দেরিতে চলছে আপ দার্জিলিং মেল, আপ পদাতিক ৷ ১ ঘণ্টারও বেশি দেরিতে চলছে ২টি ট্রেনই ৷ ডাউন কাঞ্চনজঙ্ঘা আড়াই ঘণ্টা দেরিতে চলছে ৷ একইরকম দেরিতে চলছে অসমগামী একাধিক ট্রেন ৷ বাতিল ডিব্রুগড়-লালগড় ও অবধ-অসম এক্সপ্রেস ৷
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা। ৩১ নম্বর জাতীয় সড়কে দৃশ্যমানতা কম থাকায় ধীর গতিতে যান চলাচল। কুয়াশার জেরে ডুয়ার্সের বানারহাটে দুর্ঘটনায় আহত ১ বাইক আরোহী।
অন্যদিকে আজও কুয়াশার চাদরে মোড়া রায়গঞ্জ-সহ উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গা। বেলা বাড়লেও রাস্তায় যান বাহন কম। দুর্ঘটনা এড়াতে জাতীয় ও রাজ্য সড়কে ফগ লাইট জেলে যান বাহন চলছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Heavy Fog, Train Service Disrupted