দার্জিলিং মেল ইস্যুতে হলদিবাড়ির পাশেই কাটিহারের ডিআরএম, বলছেন, এতে তো সকলেরই সুবিধা হচ্ছে

Last Updated:

দার্জিলিং মেল নিয়ে মতবিরোধ প্রকাশ্যে বিজেপির জন প্রতিনিধিদের মধ্যে! 

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#শিলিগুড়ি:  হলদিবাড়ি থেকে দার্জিলিং মেল ছাড়ায় অসুবিধেটা কোথায়? দুই শহরের অতিরিক্ত যাত্রীদের বাড়তি সুবিধে মিলছে। আগে হলদিবাড়ি বা জলপাইগুড়ির যাত্রীদের এনজেপি আসতে হত। সময় এবং ব্যয় সাপেক্ষ বিষয় ছিল। এখন নিজের শহর থেকেই সরাসরি ট্রেনে চড়তে পারছেন। এনজেপির যাত্রীদের সমস্যা হওয়ার তো কথা নেই। কেন না আগের মতোই একই সময়ে এনজেপি থেকে ছাড়ছে ট্রেনটি। এখানে আবেগ বা সহানুভূতির কিছু নেই। এতে সকলেরই খুশী হওয়া দরকার। আজ শিলিগুড়ি জংশনে এন এফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের এক সভায় যোগ দিতে এসে একথা বলেন কাটিহারের ডিআরএম এসকে চৌধুরী। তিনি বলেন, আগে যে সময় ট্রেনটি এনজেপি স্টেশনে দাঁড়িয়ে থাকতো, ওই সময়ে আরও দুটি স্টেশন থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে আসছে।
প্রসঙ্গত, এনজেপির পরিবর্তে গত ১৫ আগস্ট থেকে হলদিবাড়ি থেকে ছাড়ছে। আর তা নিয়েই বিজেপির দুই সাংসদের মতবিরোধ প্রকাশ্যে। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় রেলের সিদ্ধান্তে খুশী। অন্য দিকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এনজেপি থেকেই ছাড়বে বলে দাবী করছেন। এ নিয়ে রেলমন্ত্রকের সঙ্গে কথাও বলেছেন তিনি। দার্জিলিং মেল শিলিগুড়ি তথা দার্জিলিং জেলার আবেগ। এনজেপি থেকেই তা ছাড়তে হবে। এই দাবী প্রথম তুলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। একই সুর সাংসদ রাজু বিস্তারও। দুই জন প্রতিনিধিই বলেছেন, হলদিবাড়ি থেকে শিয়ালদা নতুন ট্রেন দেওয়া হোক। দার্জিলিং মেল এনজেপি থেকেই ছাড়তে হবে। রেল মন্ত্রকের সঙ্গে কথাও বলেছেন। একই দাবী জানিয়ে রেলমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার। মেয়র গৌতম দেবও সাধারন মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামার কথা বলেছেন।
advertisement
advertisement
ইতিমধ্যেই শিলিগুড়ির ব্যবসায়ীরা রেলের পদস্থ কর্তার কাছে স্মারকলিপিও দিয়েছে। অন্য দিকে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় পাল্টা জানান, হলদিবাড়ি থেকেই ছাড়বে এই ট্রেন। প্রয়োজনে নতুন ট্রেন দেওয়া হবে এনজেপিকে। আর এরই মাঝে কাটিহারের ডিআরএম হলদিবাড়ির পাশেই দাঁড়ানোয় নতুন মাত্রা যোগ পেল।
advertisement
পার্থপ্রতিম সরকার
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দার্জিলিং মেল ইস্যুতে হলদিবাড়ির পাশেই কাটিহারের ডিআরএম, বলছেন, এতে তো সকলেরই সুবিধা হচ্ছে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement