Cooch Behar News: ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ! যা হল নিশিগঞ্জে আঁতকে উঠলেন সকলে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। এই সংঘর্ষের ঘটনায় মুহুর্তে পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে নিশিগঞ্জ দমকল কেন্দ্রের সামনে।
নিশিগঞ্জ: এদিন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকলেন নিশিগঞ্জ এলাকার বাসিন্দারা। একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো গোটা এলাকায়। এই সংঘর্ষের ঘটনায় মুহুর্তে পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে নিশিগঞ্জ দমকল কেন্দ্রের সামনে। ঘটনায় গুরুতর জখম হয়েছে পিকআপ ভ্যানের চালকের সহকারী। তাঁকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, “এদিন নিশিগঞ্জ এলাকায় কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। মূলত ওভারটেক করতে গিয়ে দ্রুতগতি থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের গেটে ‘১৬’ হাতির বিরাট জটলা! তারপর যা ঘটল…! ভাইরাল ভিডিও
এই ঘটনার ফলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়। পিকআপ ভ্যান চালকের সহকারী গুরুতর ভাবে আহত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা এবং পুলিশকর্মীরা।”
advertisement
advertisement
আরও পড়ুন: কোয়ার্টারের দুই ঘরে এলোমেলো পড়ে নাবালক-সহ পরিবারের ৩ সদস্যের দেহ, আত্মহত্যা নাকি খুন?
পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, “পিকআপ ভ্যানের চালকের সহকারীকে গুরুতর আশঙ্কা জনক অবস্থায় মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বর্তমান সময়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যদিও এই দুর্ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক অবস্থায় রয়েছে। পিকআপ ভ্যানটিকে পুলিশ নিজেদের হেফাজতে রেখেছে। এছাড়া মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।” এদিনের এই ঘটনায় পথচারীরা ও স্থানীয় মানুষেরা রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন। বর্তমান সময়ে দুর্ঘটন স্থলে পুলিশ নজরদারি চালাচ্ছে।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 03, 2025 5:33 PM IST

