Jalpaiguri News: ডুয়ার্সের জঙ্গলে 'ম্যানমেড ফায়ার' ঠেকাতে স্যাটেলাইট প্রযুক্তির সাহায্য

Last Updated:

ডুয়ার্সের জঙ্গলে 'ম্যানমেড ফায়ার'! আগুন রুখতে স্যাটেলাইট প্রযুক্তিতে নজরদারি। ডুয়ার্সের গরুমারা, চাপড়ামারি ও বৈকুণ্ঠপুর জঙ্গলে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই সমস্যার মোকাবিলায় এবার আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করল রাজ্য বনদফতর।

+
আগুন

আগুন ঠেকাতে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার

জলপাইগুড়ি: ডুয়ার্সের জঙ্গলে ‘ম্যানমেড ফায়ার’! আগুন রুখতে স্যাটেলাইট প্রযুক্তিতে নজরদারি। ডুয়ার্সের গরুমারা, চাপড়ামারি ও বৈকুণ্ঠপুর জঙ্গলে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই সমস্যার মোকাবিলায় এবার আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করল রাজ্য বনদফতর। গরুমারা ও চাপড়ামারি জঙ্গলের বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে স্যাটেলাইট প্রযুক্তি যুক্ত অগ্নি শনাক্তকারী যন্ত্র।উত্তরবঙ্গের মুখ্য বনপাল জে ভি ভাস্কর জানান, গত কয়েক সপ্তাহ ধরে গরুমারা, চাপড়ামারি ও বৈকুণ্ঠপুর জঙ্গলে বারবার আগুন লাগার ঘটনা ঘটছে।
বিশেষ করে এপ্রিল ও মে মাসে শুকনো পাতায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। দেশজুড়েই এই সমস্যা দেখা যায়। বনদফতরের তদন্তে উঠে এসেছে, অনেকসময় পথচলতি মানুষ অসাবধানতাবশত বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরো ফেলে দেওয়ায় আগুন ধরে যায়।
advertisement
advertisement
এছাড়া কিছু ক্ষেত্রে চোরাশিকারীদের কারণে আগুন লাগতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।এই পরিস্থিতি মোকাবিলায় বনদফতর বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। জঙ্গলের রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, পাশাপাশি স্থানীয়দের সচেতন করার প্রচার চালানো হচ্ছে।
তবে শুধুমাত্র নজরদারি বাড়ালেই সমস্যার সমাধান হবে না, তাই এবার প্রযুক্তির সাহায্যে আরও দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা হয়েছে।কিভাবে কাজ করবে এই অগ্নি শনাক্তকারী যন্ত্র? জঙ্গলে কোথাও ধোঁয়া দেখা দিলেই, সিগন্যাল পাঠাবে এই যন্ত্র এবং বনকর্মীরা সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে।স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে আগুন লাগার প্রাথমিক মুহূর্তেই সতর্কবার্তা চলে যাবে সংশ্লিষ্ট কর্মীদের কাছে।
advertisement
দ্রুত পদক্ষেপের মাধ্যমে জঙ্গল এবং জীববৈচিত্র্য রক্ষা করা যাবে বলেই মনে করছে বনদফতর। এই প্রযুক্তির কার্যকর ব্যবহারে জঙ্গল রক্ষা করা সহজ হবে এবং পরিবেশের ক্ষতিও অনেকাংশে কমবে এবং আগুনের গ্রাস থেকে অনেকটাই নিরাপদ থাকবে, এমনটাই আশা স্থানীয়দেরও।সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: ডুয়ার্সের জঙ্গলে 'ম্যানমেড ফায়ার' ঠেকাতে স্যাটেলাইট প্রযুক্তির সাহায্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement