Dooars Durga Puja 2023: এবার টয় ট্রেনে চাপতে পারবেন ডুয়ার্সেও! পুজোর আগে বিরাট ধামাকা! কীভাবে চাপবেন?

Last Updated:

Dooars Durga Puja 2023: একদিকে পাহাড়ের মনোরম দৃশ্য, বিশাল এলাকাজুড়ে বিস্তৃত উদ্যান টয়ট্রেন চেপে ঘুরে দেখার সঙ্গে পাহাড়ি ঝোরার ওপর তৈরী সেতুতে সেলফি সহ খাঁচা বন্দী প্রাণীদের সঙ্গে খুনসুটি..

+
ডুয়ার্সে

ডুয়ার্সে এবার নতুন চমক

জলপাইগুড়ি: পুজোর দিন গোনা শুরু। পুজোর ছুটিতে কাজের রেশ থেকে বিশ্রাম নিয়ে খানিক ঘোরাঘুরি হবে না তা কী হয়? পুজোর ছুটি আর বাঙালি ভ্রমণে যাবে না, এটা হতেই পারে না। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য ডুয়ার্সে রয়েছে চমকদার সুখবর। উত্তরের ডুয়ার্স ঘুরতে অনেকেই ভালোবাসেন। তাই শরৎ, গ্রীষ্ম, বর্ষা যে কোনও সময়ই ডুয়ার্সে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এবারের ঠিকানা যদি হয় ডুয়ার্স, তবে অবশ্যই দেখা মিলবে সিলভেনা মিঞ্জ, সিতামুনি ইন্দুয়ার, এবং সুনিতা মানকি মুন্ডার।
ভাবছেন এরা আবার কারা? এরা স্বনির্ভর গোষ্ঠী সৃষ্টিশ্রী- এর সদস্যগণ। ডুয়ার্স এলে এরাই ‘ওয়েলকাম’ জানাবেন পর্যটকদের। ডুয়ার্স ভ্রমণের অন্যতম প্রবেশ পথ জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমা। আর এই মালবাজারেই রয়েছে পরিমল মিত্র উদ্যান, যা শুধু প্রকৃতির মাঝে মনোরম পরিবেশে একটি পার্ক নয়, বলা যেতে পারে ডুয়ার্সের ছোটো সংস্করণ।
advertisement
advertisement
একদিকে পাহাড়ের মনোরম দৃশ্য, বিশাল এলাকাজুড়ে বিস্তৃত উদ্যান টয়ট্রেন চেপে ঘুরে দেখার সঙ্গে পাহাড়ি ঝোরার ওপর তৈরী সেতুতে সেলফি সহ খাঁচা বন্দী প্রাণীদের সঙ্গে খুনসুটি.. সবকিছুই প্রত্যক্ষ করতে পারবেন পর্যটকরা। এ তো গেল উদ্যানের আনন্দ। মালবাজার পরিমল মিত্র উদ্যানের অন্যতম আকর্ষণ হল সৃষ্টিশ্রী, চা বাগান অধ্যুষিত আদিবাসী জনজাতির মহিলাদের দ্বারা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর রেস্টুরেন্ট কাম সেলস সেন্টার। পরিবার নিয়ে বিশাল এলাকাজুড়ে বিস্তৃত উদ্যান ঘুরে মনের তৃপ্তির পর পেটের খিদে মেটানোর এক আদর্শ কুটির।
advertisement
স্বচ্ছ ভারতের শর্ত মেনে বৈদ্যুতিক উনুনে তৈরি হয় ডুয়ার্সের বিশেষ পাহাড়ি লঙ্কার চাটনি সহ সুস্বাদু মোমো, থুকপা, চাউমিন সঙ্গে ডুয়ার্সের বিখ্যাত চা। চা কফির কাপে চুমুক দিতে দিতেই পর্যটকদের হাতে তুলে দেওয়ার জন্য রয়েছে স্থানীয় মহিলাদের হাতে তৈরি বাঁশ, বেত, শুকনো কাঠ দিয়ে নির্মিত গৃহসজ্জার নানান উপকরণ।
advertisement
পুজোয় ডুয়ার্সে আসতে চলা পর্যটকদের উদ্দেশ্যে সৃষ্টিশ্রীর অন্যতম পরিচালক সিতামুনী ইন্দুয়ার জানান, ”সপ্তাহের শনি এবং রবিবার এই দুদিন বহু মানুষ আসেন এই উদ্যানে, সামনেই পুজোর ছুটি। সেই দিকে লক্ষ্য রেখে আমরাও বিভিন্ন স্বাদের খাবার সহ স্থানীয়দের হাতে তৈরি সামগ্রী নিয়ে প্রস্তুত পর্যটকদের আমন্ত্রণ জানাতে।”
—– সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dooars Durga Puja 2023: এবার টয় ট্রেনে চাপতে পারবেন ডুয়ার্সেও! পুজোর আগে বিরাট ধামাকা! কীভাবে চাপবেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement