Jungle Safari: গরুমারা জঙ্গলে বেড়াতে এলে 'এখানে' পাবেনই গন্ডারের দেখা, 'এই' জায়গা এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে, রইল ঠিকানা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jungle Safari: ডুয়ার্সে ঘুরতে এসে গন্ডারকে চোখের সামনে থেকে দেখার ইচ্ছে রয়েছে? তা হলে এখানে আসতেই হবে। ধূপঝোরায় রয়েছে গন্ডারের পরিবার, পর্যটকদের জন্য নজরকাড়া নতুন আকর্ষণ!
জলপাইগুড়ি: ডুয়ার্সে ঘুরতে এসে গন্ডারকে চোখের সামনে থেকে দেখার ইচ্ছে রয়েছে? তা হলে এখানে আসতেই হবে। ধূপঝোরায় রয়েছে গন্ডারের পরিবার, পর্যটকদের জন্য নজরকাড়া নতুন আকর্ষণ! জলপাইগুড়ির গরুমারা ওয়াইল্ডলাইফ ডিভিশনে গন্ডার শুমারি শেষ হয়েছে। নতুন এক সুখবর জানালেন, বন দফতরের আধিকারিকরা। ধূপঝোরা এলাকায় বেশ কয়েকটি স্ত্রী গন্ডার ও তাদের শাবকের দেখা মিলেছে। এলাকাটি তারা স্থায়ী বিচরণক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে, যা বন দফতরের কাছে অত্যন্ত আনন্দের খবর।
গরুমারা ওয়াইল্ডলাইফ ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন, শুমারির সময় ধূপঝোরা ছাড়াও রামশাই, মেদলা এবং জলপাইগুড়ি ডিভিশনের বেশ কিছু অঞ্চলে গন্ডার চিহ্নিত হয়েছে। এক শৃঙ্গের সঠিক সংখ্যা জানার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে, ধূপঝোরায় গন্ডার পরিবারের উপস্থিতি যে পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলবে, তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ আপনার চশমার কাচ কি পুরনো দেখাচ্ছে? জলের সঙ্গে মিশিয়ে নিন ১ ফোঁটা! মুহূর্তে হবে নতুনের মতো ঝকমকে
পর্যটকদের জন্য এটি বড় খবর, কারণ ধূপঝোরায় হাতির পিঠে চড়ে সাফারির সময় এই গন্ডারের পরিবারকে খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন। গন্ডারের পাশাপাশি গরুমারা অরণ্যে রয়েছে হাতি, হরিণ, বাইসন এবং নানা প্রজাতির পাখি। ফলে এই নতুন সংযোজন পর্যটকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে বলে আশা বন দফতরের।
advertisement
advertisement
স্থানীয়দের মতে, গন্ডারের সংখ্যা বাড়া মানেই বনাঞ্চলের সুস্থ পরিবেশ বজায় থাকা। দীর্ঘদিন ধরে বন দফতরের প্রচেষ্টা এবং সঠিক সংরক্ষণ ব্যবস্থার ফলেই এটি সম্ভব হয়েছে। প্রকৃতির কোলে গন্ডারদের এই নিরাপদ আশ্রয় পর্যটন এবং সংরক্ষণ, দুই ক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2025 6:26 PM IST
