পথ কুকুরদের জন্য আস্তানা! এলাকার যুবকযুবতীদের কাণ্ড দেখে অবাক স্থানীয়রা
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Stray Dogs- শীতের ব্যাটিং শুরু হয়ে গিয়েছে আলিপুরদুয়ার জেলায়। বাড়ির বাইরে বের হতে হলে পড়তে হচ্ছে গাদা খানেক শীতবস্ত্র। এই শীতে সবচেয়ে বেশি অসহায় পথ কুকুররা।
আলিপুরদুয়ার: শীতের ব্যাটিং শুরু হয়ে গিয়েছে আলিপুরদুয়ার জেলায়। বাড়ির বাইরে বের হতে হলে পড়তে হচ্ছে গাদা খানেক শীতবস্ত্র। এই শীতে সবচেয়ে বেশি অসহায় পথ কুকুররা। তাদের আশ্রয় দিতে এগিয়ে এল আলিপুরদুয়ারের যুবক-যুবতীরা।
পথ কুকুররা এই ঠান্ডায় বাইরে কোনভাবে রাত কাটাতে পারবে না। ঠান্ডার কারণেই দেখা যায় অসুস্থ হয়ে মারা যেতে পথ কুকুরদের। দুর্ঘটনায় মারা গিয়েছে অনেক কুকুরের ছানা। এই ঘটনাগুলি রোধ করতে আলিপুরদুয়ারের কিছু যুবক-যুবতী ডগ শেল্টার নিয়ে ভাবনার কাজ শুরু করেন।
আরও পড়ুন- ঠান্ডায় জবুথবু,শীতের বিরাট ঝাঁকুনি অপেক্ষা,৪৮ঘণ্টার ব্যবধানে বদলাবে হাওয়ার গতি
পিচের ড্রাম কেটে তার মধ্যে কম্বল স্ক্রু দিয়ে লাগিয়ে এটি কে তৈরি করা হয়েছে ডগ সেল্টার। আলিপুরদুয়ার শহরে গেলে দেখা যায় অরবিন্দ নগর মাঠ, কলেজ পাড়া,সুতলি পট্টি, পার্ক রোড এবং সারদা পল্লীতে সেল্টার গুলি বসানো হয়েছে। ড্রাম গুলি যাতে না সরে যায় তার জন্য সেগুলির চারিদিকে রড দিয়ে তা মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে স্থায়ীভাবে।
advertisement
advertisement
আরও পড়ুন- শরতের পর ফের শীতে দুর্গাপুজোয়ে আনন্দমুখর জলপাইগুড়িবাসী! অবাক হচ্ছেন?
ময়ূখ তালুকদার নামে এক যুবক জানান, ” শহরের সাতটি স্থানে দেওয়া হয়েছে এই ডগ সেল্টার গুলি। ইতিমধ্যেই খুব ভালো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। বর্ষার দিনে কম্বল গুলি খুলে নেওয়া হবে। আবার শীত পড়তে কম্বল দিয়ে দেওয়া হবে। এলাকার বাসিন্দারা এই শেল্টার গুলির দেখভাল করবেন বলে জানিয়েছেন।”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2024 2:31 PM IST