India Book Of Record: আপনার প্রতিভা তুলে ধরতে চান ইন্ডিয়া বুক অফ রেকর্ডে! জেনে নিন আবেদনের পদ্ধতি
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
India Book Of Record: ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললো কালিয়াগঞ্জের রিয়া রায়। আপনিও কি রিয়ার মতো ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম তুলতে চাইছেন ? কীভাবে তুলবেন জানেন কী?
উত্তর দিনাজপুর: ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললো কালিয়াগঞ্জের রিয়া রায়। আপনিও কি রিয়ার মতো ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম তুলতে চাইছেন ? কীভাবে তুলবেন জানেন কী?
সম্প্রতি নৃত্য, গান ও রূপসজ্জা বিষয়ের উপরে বিশেষ পারদর্শিতার জন্য ইন্ডিয়ান বুক অফ রেকর্ড এ নাম উঠেছে কালিয়াগঞ্জ এর নৃত্যশিল্পী রিয়া রায়। ছোটবেলা থেকে মামার বাড়ি থেকেই বড় হয়েছেন তিনি।
আরও পড়ুনঃ কোন ব্রেকফাস্ট বেস্ট? সকালের জলখাবারে কী খেলে ডায়াবেটিস হাতের মুঠোয়? দেখে নিন তালিকা
গত ১২ ই জুলাই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আবেদনের ভিত্তিতে ১৮ই জুলাই রিয়া রায়কে এই সম্মানের জন্য সিলেক্ট করা হয়। সেই সঙ্গে তাঁকে ইমেইল মারফত দিল্লিতে একটি কনভোকেশনে আসার জন্য ইনভাইট করা হয়। রিয়া ইমেইল মারফত জানায় তাঁর দিল্লিতে যাওয়া সম্ভব নয়, এরপর তার আবেদন গৃহীত হলে কুরিয়ারের মাধ্যমে তাঁর বাড়িতে পুরস্কার এসে পৌঁছায়। রিয়ার এই সাফল্যে খুশি তাঁর পরিবারের লোকজন।
advertisement
advertisement
আপনার মধ্যে রয়েছে কী রিয়ার মত নাচ, গান কিংবা বিশেষ কোনো বিষয় পারদর্শিতা রয়েছে ?আপনিও কি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম কিংবা নিজে সন্তানের নাম তুলতে চাইছেন ? এর জন্য প্রথমেই ইন্ডিয়া বুক অফ রেকর্ড ডট ইন এই ওয়েবসাইটে যান। সেখান থেকেই অনলাইনে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের একই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিন। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি আপনার সমস্ত তথ্য দিয়ে পূরণ করে নিন। আপনার সমস্ত ডিটেইলস ফিলাপ করার পর আপনার মধ্যে কিংবা আপনার সন্তানের মধ্যে কি কি অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ লিখে ফেলুন।
advertisement
তারপর আপনার সেই বিশেষ অ্যাক্টিভিটি গুলোর এক এক করে আলাদা আলাদা ভিডিও বানিয়ে নিতে হবে । তবে প্রত্যেকটা ভিডিও যেন পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে হয় । আপনি আপনার ফোন বা ল্যাপটপ থেকে আপনার ভিডিওগুলো আপলোড করে দেবেন। তবে ভিডিও করার সময় অবশ্যই কিছু কিছু বিষয়ে মাথায় রাখবেন আপনার ভিডিওর যাতে সাউন্ড ভাল হয়, ভিডিওগুলো যাতে খুব বেশি বড় না হয় এবং ভিডিওগুলো যাতে এইচডি কোয়ালিটির হয়। এই সমস্ত কিছু দিয়ে আপনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ফর্ম ফিলাপ করুন। তারপর আপনি সিলেক্টেড হলে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকেই আপনাকে ইমেইল কিংবা ফোন করা হবে। এভাবে বাড়িতে বসে আপনিও ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলতে পারবেন। আপনার মধ্যে কোন বিষয়ে বিশেষ প্রতিভা থাকলে আপনিও ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলতে পারবেন।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 05, 2024 7:24 PM IST









