‘বেশ করেছি চড়-লাথি মেরেছি, স্বামীর জন্য গর্বিত’, বিতর্কের পরেও অবস্থানে অনড় ডিএম-পত্নী
Last Updated:
আইন নিজের হাতে তুলে নিয়ে রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় নিখিলকে ৷ এমনকী এই ঘটনার পড়েই ওই জেলাশাসককে ১০ দিনের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
#ফালাকাটা: বিতর্কের পরেও অবস্থানে অনড় আলিপুরদুয়ারের জেলাশাসকের স্ত্রী নন্দিনী কৃষ্ণন ৷ জানালেন, স্বামীর কাজের জন্য তিনি অত্যন্ত গর্বিত ৷ শুধু তাই নয়, অভিযুক্ত ওই যুবককে চড়-লাথি মেরে তিনি একটুও ভুল করেননি বলেও জানান নন্দিনী ৷
গতকাল রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায় ৷ সেখানে দেখা যায়, ফালাকাটা থানার ভিতর এক যুবককে বেধড়ক মারধর করছেন আলিপুরদুয়ারের ডিএম নিখিল নির্মল ৷ অভিযোগ, নিখিলের স্ত্রীকে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিনোদবিহারী সরকার নামের ওই যুবক ৷ কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় নিখিলকে ৷ এমনকী এই ঘটনার পড়েই ওই জেলাশাসককে ১০ দিনের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
কিন্তু তাতেও এতটুকু দমে যাননি ডিএম ঘরণী ৷ স্বামীর ঢাল হয়ে আসরে নেমে নন্দিনী বলেন, ‘‘স্বামী আমাকে রক্ষা করার শপথ নিয়েছিলেন ৷ তিনি প্রতিশ্রুতি রেখেছেন ৷ স্বামীর কাজের জন্য আমি গর্বিত ৷’’ শুধু তাই নয়, অভিযুক্ত যুবককে মারধরের স্বপক্ষে নন্দিনীর যুক্তি, ‘‘মহিলাকে নোংরা মন্তব্য করা দোষ নয়? তার শাস্তি পাওয়া উচিত নয়?’’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 07, 2019 1:07 PM IST