Digha Mandarmani: পকেটের চাপ ছাড়াই ঘুরুন দিঘা-মন্দারমণি, কীভাবে জানেন? দুর্দান্ত উদ্যোগ প্রশাসনের
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Digha Mandarmani: জলপাইগুড়িবাসীর জন্য দুর্দান্ত চমক! বেড়াতে গিয়ে হোটেল ভাড়ার চিন্তা এবার ফুরোবে। জলপাইগুড়ি পুরসভার অভিনব উদ্যোগে সমুদ্র ভ্রমণ হবে আরও সহজ।
জলপাইগুড়ি: জলপাইগুড়িবাসীর জন্য দুর্দান্ত চমক! বেড়াতে গিয়ে হোটেল ভাড়ার চিন্তা এবার ফুরোবে। জলপাইগুড়ি পুরসভার অভিনব উদ্যোগে সমুদ্র ভ্রমণ হবে আরও সহজ। পকেটে যেমন মিলবে স্বস্তি তেমনি সমুদ্র ঘুরতে গিয়ে কোথায় থাকবেন সেই চিন্তাও হবে দূর! অবাক হচ্ছেন?
দিঘা বা মন্দারমণি, উত্তরবঙ্গবাসীর কাছে সমুদ্রের টান চিরন্তন। তবে ঘুরতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন একটাই বিষয়ে, হোটেল ভাড়া। অনেক সময় মেলে না পছন্দের হোটেল, আবার কখনও ভাড়া হয়ে যায় নাগালের বাইরে। এই সমস্যার স্থায়ী সমাধানে এবার বড় পদক্ষেপ জলপাইগুড়ি পুরসভার।
আরও পড়ুনঃ পহেলগাঁওয়ে হানিমুন, রোম্যান্টিক ছবি তোলেন কিছুক্ষণ আগেই, কীভাবে বাঁচলেন সুদীপ্ত-দেবশ্রুতি? জানালেন…
পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী জানিয়েছেন, জলপাইগুড়ি পুরসভা এবার এমন একটি প্রকল্পের কথা ভাবছে, যেখানে স্বল্প খরচে দীঘা ও মন্দারমনিতে হোটেল বা গেস্ট হাউজের ব্যবস্থা করা হবে জলপাইগুড়ির মানুষদের জন্য। কিছুদিন আগেই পুরসভার বাজেটে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। কয়েক মাসের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। পুরসভার এই উদ্যোগে খুশি শহরবাসী।
advertisement
advertisement
অনেকেই মনে করছেন, এই প্রকল্প বাস্তব হলে ঘুরতে যাওয়ার আগের সেই “হোটেল ভাড়ার টেনশন” অনেকটাই কমবে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোর কাছে এটি বড় স্বস্তির বিষয় হবে। উত্তরবঙ্গ থেকে দীঘা-মন্দারমনির পথে প্রতি বছর শত শত মানুষ রওনা দেন। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে। এখন থেকে তাঁদের জন্য অপেক্ষা করবে পুরসভার নির্ভরযোগ্য থাকার ব্যবস্থা।
advertisement
শুধু অর্থের সাশ্রয় নয়, নিরাপত্তা ও ভরসাও মিলবে এই পরিষেবায়। সমুদ্রের ঢেউয়ের ডাক তো আগেই ছিল, এবার আর চিন্তা নয় হোটেল ভাড়ার, ঘুরতে যাওয়ার পথটা এবার আরও স্বচ্ছন্দ হতে চলেছে।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2025 5:28 PM IST
