Dhupguri By Poll: উপনির্বাচন ৫ সেপ্টেম্বর, তার আগেই চমকে গেল ধূপগুড়ি! এলাকায় এখন ভারী বুটের শব্দ
- Written by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Dhupguri By Poll: কিছুদিন আগেই কলকাতার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের।
ধূপগুড়ি: ধূপগুড়ি উপনির্বাচনে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যে ১৫ কোম্পানি বাহিনী রয়েছে ধূপগুড়িতে। বাকি ১৫ কোম্পানি বাহিনী ২ সেপ্টেম্বরের মধ্যে ধূপগুড়িতে পৌঁছবে। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসার জেরে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছিল বিরোধী দলগুলি। সেই দাবিকে মান্যতা দিয়েই একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন।
advertisement
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের। একুশের বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে জিতেছিলেন তিনি। হারিয়েছিলেন তৃণমূলের মিতালি রায়কে। ধূপগুড়ি থেকে প্রথম বিধানসভায় জেতে বিজেপি। তাঁর প্রয়াণের জেরে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।
আরও পড়ুন: নীল আর্মস্ট্রং কি সত্যিই চাঁদে গিয়েছিলেন? রহস্যের সেই অভিযান নিয়ে প্রকাশ্যে মারাত্মক তথ্য
advertisement
আর সেই কারণেই বিস্তীর্ণ এই এলাকায় ছড়িয়ে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনীকে। উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। এর আগে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের একাধিক এলাকা থেকে হিংসার খবর উঠে এসেছিল সে বিষয়টির উপর নজর রেখে এই উপনির্বাচনের যাতে নিরাপত্তার কোন খামতি না থাকে সেটাও দেখা হচ্ছে। এই মুহূর্তে ভারী বুটের শব্দে কিছুটা হলেও আশ্বস্ত হচ্ছেন ভোটাররা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 30, 2023 1:52 PM IST









