Dhupguri By Poll: উপনির্বাচন ৫ সেপ্টেম্বর, তার আগেই চমকে গেল ধূপগুড়ি! এলাকায় এখন ভারী বুটের শব্দ

Last Updated:

Dhupguri By Poll: কিছুদিন আগেই কলকাতার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের।

ধূপগুড়িতে কেন্দ্রীয় বাহিনী
ধূপগুড়িতে কেন্দ্রীয় বাহিনী
ধূপগুড়ি: ধূপগুড়ি উপনির্বাচনে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যে ১৫ কোম্পানি বাহিনী রয়েছে ধূপগুড়িতে। বাকি ১৫ কোম্পানি বাহিনী ২ সেপ্টেম্বরের মধ্যে ধূপগুড়িতে পৌঁছবে। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসার জেরে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছিল বিরোধী দলগুলি। সেই দাবিকে মান্যতা দিয়েই একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন।
advertisement
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের। একুশের বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে জিতেছিলেন তিনি। হারিয়েছিলেন তৃণমূলের মিতালি রায়কে। ধূপগুড়ি থেকে প্রথম বিধানসভায় জেতে বিজেপি। তাঁর প্রয়াণের জেরে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।
advertisement
আর সেই কারণেই বিস্তীর্ণ এই এলাকায় ছড়িয়ে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনীকে। উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। এর আগে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের একাধিক এলাকা থেকে হিংসার খবর উঠে এসেছিল সে বিষয়টির উপর নজর রেখে এই উপনির্বাচনের যাতে নিরাপত্তার কোন খামতি না থাকে সেটাও দেখা হচ্ছে। এই মুহূর্তে ভারী বুটের শব্দে কিছুটা হলেও আশ্বস্ত হচ্ছেন ভোটাররা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dhupguri By Poll: উপনির্বাচন ৫ সেপ্টেম্বর, তার আগেই চমকে গেল ধূপগুড়ি! এলাকায় এখন ভারী বুটের শব্দ
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement