Dhupguri By Election: মানুষ টানতে সেই ‘খেলা হবে’ স্লোগান! জমিয়ে তৃণমূলের প্রচার শুরু ধূপগুড়িতে
- Published by:Satabdi Adhikary
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ঐতিহাসিক জয় লাভ করেছিল, সেই প্রেক্ষাপটে ‘খেলা হবে’ স্লোগান কার্যত তৃণমূল কংগ্রেসের জয়ধ্বনিতে পরিণত হয়েছে।
ধূপগুড়ি: উপনির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগানে তৃণমূলের প্রচার শুরু হল ধূপগুড়িতে৷ ‘কাজে করে দেখাব, কথায় নয়’, বিজেপিকে আক্রমণ করে, মানুষের প্রতি তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের প্রচার।
সম্প্রতি ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের মাগুরমারি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার চলল ‘খেলা হবে’ স্লোগান আর গান দিয়ে৷ কুমালি বাজার এলাকায় একটি জমায়েতের সামনে বক্তৃতা পেশ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়।
সেখানেই নির্মলবাবু বলেন, ‘‘সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে আমি ধূপগুড়ির মানুষের প্রয়োজন ও ইস্যুগুলির একটি তালিকা তৈরি করব। সেই তালিকা আমি সরাসরি দিদির হাতে তুলে দেব এবং ধূপগুড়িতে কাঙ্ক্ষিত উন্নয়ন নিয়ে আসতে সমস্ত প্রচেষ্টা করব। আমি আমার কাজের মাধ্যমেই প্রতিশ্রুতি পালন করব এবং উন্নয়ন সুনিশ্চিত করব।’’
advertisement
advertisement
আরও পড়ুন: ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে নিম্নচাপ, উত্তরে তুমুল দুর্যোগ, কেমন থাকবে দক্ষিণ? জেনে নিন
তিনি আরও বলেন, ‘‘এই মুহূর্তে সারারাজ্য এমনকী, গোটা দেশের নজর রয়েছে ধূপগুড়ির দিকে। কারণ, এখানকার মানুষ তাঁদের পরবর্তী বিধায়ককে নির্বাচিত করতে চলেছেন।’’
‘খেলা হবে’ স্লোগানে যখন চারিদিক মুখরিত হয়ে উঠছে, তখন তৃণমূলপ্রার্থীকে বলতে শোনা গেল, ‘‘আগামী বছর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই কারণেই ধূপগুড়ি বিধানসভা এলাকার এই উপনির্বাচন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’’
advertisement
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ঐতিহাসিক জয় লাভ করেছিল, সেই প্রেক্ষাপটে ‘খেলা হবে’ স্লোগান কার্যত তৃণমূল কংগ্রেসের জয়ধ্বনিতে পরিণত হয়েছে।
আরও পড়ুন: আর মাত্র ২৫ কিলোমিটার, বুধেই চাঁদে পৌঁছচ্ছে চন্দ্রযান! গোটা সফর দেখতে পাবেন সাধারণ মানুষও
advertisement
একের পর এক পদযাত্রা, হাট সভা, মানুষের দরজায় দরজায় সাক্ষাৎ এবং পথসভার মাধ্যমে মাত্র এক সপ্তাহের মধ্যেই ইতিহাসে ডক্টরেট তথা প্রখ্যাত লেখক নির্মল চন্দ্র রায় প্রচারে ঝড় তুলতে চাইছেন।
তৃণমূলপ্রার্থী জানিয়েছেন, মানুষের কথা মন দিয়ে শুনতে তিনি পছন্দ করেন এবং মানুষকে আশ্বস্ত করেন যে তিনি তাঁর সমস্ত প্রতিশ্রুতি পালন করবেন ও মানুষের দাবিদাওয়া পূরণ করবেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী আরও জানিয়েছেন, ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার দাবি যাতে বাস্তবায়িত হয়, সেটা তিনি নিজে দেখবেন। বিষয়টি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল প্রার্থী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 23, 2023 10:27 AM IST